Rashbihari Fire incident: ভয়াবহ অগ্নিকাণ্ড রাসবিহারীর রেস্তোরাঁয়, ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। বুধবার রাসবিহারী মোড়ের এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেস্তোরাঁ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায় প্রথমেই। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন।

দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সাথী নামে রাসবিহারীর মোড়ের এই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে,তা নিয়ে জল্পনা প্রবল। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পরই আশপাশের এলাকা ভরে য়ায় কালো ধোঁয়ায়। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ত্রস্ত হয়ে পড়েন অনেকে। পথচলতি মানুষ তখন দৌড়াদৌড়ি করতে থাকেন। সাময়িকভাবে রাস্তায় যানজট তৈরি হয়। পরে যদিও দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ( আত্মসমর্পণের জল্পনার মাঝে অমৃতপালের ভিডিয়ো প্রকাশ্যে, মুহূর্তে পদক্ষেপ প্রশাসনের)

এদিকে, এই অগ্নিকাণ্ডের খবর যায় কালীঘাট পুলিশের কাছে। মুহূর্তে ঘটনাস্থলে আসে কালীঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, রেস্তোরাঁয় রান্না চলাকালীন এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। তখনই সিলিন্ডার ফেটে যায় বলে প্রাথমিক অনুমান। জানা যায়, প্রথমে বিকট একটি শব্দ শোনা যায়। স্থানীয়রা বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে আগুন নেভাতে উদ্যত হন স্থানীয়রা। পরে দমকল বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের অন্যান্য দোকানে ততক্ষণে আগুন ছড়াতেও শুরু করেছিল। তবে জমকলের চেষ্টায় আগুন বাগে আনা যায়। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর নেই। (ঢুকছে কালো কাপড়, বের হচ্ছে সাদা হয়ে! মমতার ধরনা মঞ্চে ‘ BJP ওয়াশিং মেশিন’)

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup