Uttar Pradesh: যোগীরাজ্যে হিন্দু স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ মুসলিম স্ত্রী ও পরিবারের

হিন্দু স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠল মুসলিম স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় স্ত্রী এবং তার আত্মীয়দের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশের ফরিদপুর গ্রামে। ওই ব্যক্তির নাম অজয় কুমার সিং। তার অভিযোগ, ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরিদপুর গ্রামের বাসিন্দা অজয় ​​কুমার সিং। তিনি জুল্লুপুর গ্রামের মুসকানের সঙ্গে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গত ডিসেম্বরে বিয়ে করেছিলেন। বিয়ের প্রথমের দিকে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, সমস্যা শুরু হয় কয়েকমাস আগে থেকে। অজয়ের অভিযোগ, তার স্ত্রী এবং স্ত্রীর পরিবারের সদস্যরা ক্রমাগত তাকে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিতে থাকেন। তিনি তা অস্বীকার করলে প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় আলীগড় থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন অজয় সিং। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ মুসকান, তাঁর মা শেহানশাহ, বাবা ইউনুস আলি, ভাই ফুরকান আলি এবং শ্যালক সুহেল খানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। আলিগড়ের বারলার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সারজানা সিং জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মার্চ বাড়িতে মাংস রান্না করা নিয়ে অজয়ের সঙ্গে মুসকানের মধ্যে ঝগড়া হয়েছিল। ওইদিন চৈত্র নবরাত্রি থাকায় অজয় তাঁর স্ত্রীকে মাংস রান্না করতে নিষেধ করেছিলেন। কিন্তু, তারপরেও তিনি মাংস রান্না করেছিলেন। ঘটনায় আলীগড় পুলিশ ভারতীয় দণ্ডবিধির ২৯৫, ২৯৫এ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছেন। ডেপুটি সুপার সারজানা সিং জানিয়েছেন, প্রথমে দম্পতিকে ডেকে তাদের মধ্যে বিষয়টি মিটমাট করার ব্যবস্থা করা হবে। তারপরেও যদি ওই ব্যক্তিকে ধর্মান্তরিত করার চাপ দেওয়া হয় তাহলে পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে, গত ডিসেম্বরে এই দম্পতির বিয়ে করার পর মুসকানের পরিবার আকবরাবাদ থানায় অজয়ের বিরুদ্ধে মেয়েকে অপহরণ এবং বলপূর্বক বিয়ের অভিযোগ করেছিলেন। তবে মুসকান আদালতে জানিয়েছিলেন, তিনি তাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছেন। এরপর আদালত মামলাটি খারিজ করে দেয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup