Virat Kohli And Shahrukh Khan’s Fans Clash In Social Media, Here’s Why


নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষজন নিজেদের আবেগ, মতামত করে থাকেন। তবে অনেক সময়ই এই সোশ্যাল মিডিয়া আবার বিবাদের স্থানও হয়ে উঠে। সদ্যই এমন ঘটনাই দেখা গেল। এক পোস্টকে ঘিরে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন দুই মহাতারকার সমর্থককুল। শাহরুখ খান (Shahrukh Khna) না বিরাট কোহলি (Virat Kohli), কে বেশি বড় তারকা সেই নিয়েই দুই তারকার ভক্তরা একে অপরের বিরুদ্ধে ঝামেলায় জড়ান। 

সোশ্যাল মিডিয়ায় দুই ক্রিকেটারের মধ্যে কে সেরা বা দুই অভিনেতার মধ্যে কে বেশি ভাল, সেই নিয়ে চর্চা লেগেই থাকে, কিন্তু এবার এক নেটিজেন শাহরুখ না বিরাট, কে বেশি বড় তারকা, সেই বিষয়ে একটি পোল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই পোল ঘিরেই যত কাণ্ড। নিজের প্রিয় তারকা কেন সেরা সেই যুক্তি একাধিক মিমও পোস্ট করা হয়।

 

r” lang=”en”>Who is a bigger personality and achiever globally ?
— Slog Sweep-189 (@SloggSweep)

প্রসঙ্গত, পোলটিতে বিরাট কোহলি অল্পের জন্য শাহরুখকে পিছে ফেলে জিতে যান। শাহরুখের ৪৫.৬ শতাংশ ভোটের জবাবে বিরাট কোহলি ৫৪.৪ শতাংশ ভোট পান।