নতুন ছবি নিয়ে কানসৈকতে যাবেন ডিক্যাপ্রিও

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরের অফিসিয়াল সিলেকশনে থাকছে মার্টিন স্করসেসি পরিচালিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। তার সঙ্গে ছবিটির প্রচারণার জন্য কানসৈকতে যাবেন হলিউড হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও এবং বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডি নিরো।

আগামী ২০ মে দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে অ্যাপল অরিজিনাল ফিল্মস প্রযোজিত ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর উদ্বোধনী প্রদর্শনী হবে। ডিক্যাপ্রিও, ডি নিরো এবং স্করসেসি ছাড়াও লালগালিচায় ছবিটির অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন। তারা হলেন অভিনেতা জেসি প্লেমন্স, অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, কারা জেড মায়ার্স, জেনাই কলিন্স, জিলিয়ান ডিওন, টেন্টু কার্ডিনাল।

আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় গ্রন্থ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন মার্টিন স্করসেসি ও এরিক রোথ। ১৯২০ শতকে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের পটভূমিতে নির্মিত ছবিটিতে তুলে ধরা হয়েছে ধনকুবের ওসেজ জাতির সদস্যদের নৃশংসভাবে খুনের ঘটনা। সেই ঘটনা ‘সন্ত্রাসের রাজত্ব’ হিসেবে পরিচিত ছিল। ছবিটির বাজেট ২ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ টাকা। 

চার বছর পর আবারও কানের হাওয়া গায়ে লাগবে ডিক্যাপ্রিওর। ২০১৯ সালে কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির প্রচারে ব্র্যাড পিটের সঙ্গে উৎসবটিতে অংশ নেন তিনি। 

৩৭ বছর পর আবারও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো মার্টিন স্করসেসি চলচ্চিত্র। ১৯৮৬ সালে ‘আফটার আওয়ার্স’ ছবির সুবাদে কানে সেরা পরিচালকের পুরস্কার জেতেন তিনি। তার পরিচালিত ‘ট্যাক্সি ড্রাইভার’ ১৯৭৬ সালে স্বর্ণপাম জয় করে। ১৯৯৮ সালে কান উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান ছিলেন তিনি। ২০০২ সালে উৎসবটির সিনেফঁদাসো ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন।

১৯৯০ সাল থেকে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস রক্ষা ও সংরক্ষণের জন্য নিবেদিত সংস্থা দ্য ফিল্ম ফাউন্ডেশন পরিচালনা করছেন মার্টিন স্করসেসি। এর অংশ হিসেবে কান ক্ল্যাসিকসে অনেক ছবি পরিবেশন করেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে প্যারামাউন্ট পিকচার্সের পরিবেশনায় বড় পর্দায় আসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’। যুক্তরাষ্ট্রে আগামী ৬ অক্টোবর সীমিতসংখ্যক কিছু প্রেক্ষাগৃহে এবং ২০ অক্টোবর উত্তর আমেরিকা জুড়ে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সের প্রেক্ষাগৃহে ছবিটি দেখা যাবে ১৮ অক্টোবর থেকে।

এদিকে চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরে পর্দা উঠবে। উৎসব চলবে ২৭ মে পর্যন্ত।