GT Vs CSK, IPL 2023 Live Streaming Details: When And Where To Watch Chennai Super Kings Vs Gujarat Titans


আমদাবাদ: দেখতে দেখতে আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে প্রথম ম্যাচে। গুজরাত টাইটান্স গত মরসুমেই প্রথমবার আইপিএলের মঞ্চে খেলতে নেমেছিল। ২টো ম্যাচ পরস্পরের সঙ্গে খেলেছে চেন্নাই ও গুজরাত। ২ বারই জয় ছিনিয়ে নিয়েছে হার্দিক পাণ্ড্যর দল। এবার তাঁদের কাছে সুযোগ থাকছে জয়ের হ্যাটট্রিক করার। অন্যদিকে ধোনি বাহিনীর কাছে গুজরাতের বিরুদ্ধে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার লড়াই। পুণেতে গতবার প্রথম ম্যাচে ডেভিড মিলারের ৫১ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ম্যাচ জিতেছিল গুজরাত। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় গুজরাত। ৬৭ রানের ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। 

আজকের ম্যাচ?

আজ আইপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস মুখোমু

খি হবে

কবে খেলা

আজ ৩১ মার্চ, শুক্রবার এই খেলা হবে

কোথায় খেলা

আইপিএলের প্রথম ম্যাচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্টেডিয়ামে

কখন শুরু ম্যাচ

এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। ৩০ মিনিট আগে, অর্থাৎ ৭টায় টস হবে

কোথায় দেখবেন?

স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল

অনলাইনে কোথায় দেখা যাবে?

অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে এই ম্যাচ

অনুশীলনে চোট

রিপোর্ট অনুযায়ী, ধোনি সিএসকের অনুশীলনে চোট পেয়েছেন। চেন্নাইয়ে সিএসকের অনুশীলনের বাম হাঁটুতে চোট পান ধোনি। এই চোটের কারণে আইপিএলের প্রথম ম্যাচের আগের দিন, বৃহস্পতিবার অনুশীলনই করেননি ধোনি। তবে ধোনির চোটের এই বিষয়টি সম্পর্কে দলের সিইও কাশী বিশ্বনাথন বিন্দুমাত্র অবগত নন। তিনি বলেন, ‘অধিনায়ক ধোনি এই ম্যাচে যে খেলবে তা ১০০ শতাংশ নিশ্চিত। আমার কাছে অন্য কোনওকম খবর এখনও আসেনি।’ ধোনি না খেললে কে সিএসকেকে নেতৃত্ব দেবেন সেই নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন।

প্রসঙ্গত, পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। এবার ছিটকে গেলেন পেসার মুকেশ চৌধুরীও। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে। আবার বেন স্টোকস ম্যাচ খেললেও তিনি বল করার মতো ফিট নন, তাই তাঁকে বাধ্য হয়েই বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই খেলাতে হবে। সবমিলিয়ে মরসুম শুরুর আগেই বেশ চান সিএসকের হলুদ ব্রিগেড।