IPL 2023: CSK Given Target Of Runs Against Gujarat Titans In IPL Match 1 At Narendra Modi Stadium In Ahmedabad


আমদাবাদ: আইপিএলের (IPL) প্রথম দিনই প্রচারের আলোয় রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (GT vs CSK) বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন। ৫০ বলে ৯২ রান করলেন তিনি। মারলেন ৪টি চার ও ৯ ছক্কা। রুতুরাজের ব্যাটের শাসনে ষোড়শ আইপিএলের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস তুলল ১৭৮/৭। 

ঘরের মাঠে খেতাব রক্ষার অভিযানের প্রথম ম্যাচে নেমেছে গুজরাত টাইটান্স। টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পাণ্ড্য। প্রথম ম্যাচেই কিংবদন্তির বিরুদ্ধে পরীক্ষা। যদিও হার্দিক বলেন, ‘আমার তো মনে হয় সারা দেশে ওর থেকে অনুপ্রেরণা খোঁজে। ধোনি ভাইয়ের সঙ্গে ম্যাচ খেলে মরসুম শুরু করতে পারছি, এর চেয়ে বড় কিছু হয় না।’

যদিও মাঠে যে ধোনির দলকে বিন্দুমাত্র রেয়াত করা হবে না, ইঙ্গিত দেন গুজরাতের ক্রিকেটারেরা। শুরুতেই ডেভন কনওয়ের স্টাম্প ছিটকে দেন মহম্মদ শামি। যিনি দুরন্ত ছন্দে রয়েছেন। মাত্র ১৪ রানে প্রথম উইকেট হারায় সিএসকে। তবে সেখান থেকেই ম্যাচ ধরে নেন রুতুরাজ ও অভিজ্ঞ মঈন আলি। দ্বিতীয় উইকেটে দুজনে ২১ বলে ৩৬ রান যোগ করেন। ১৭ বলে ২৩ রান করে ফেরেন মঈন।

রান পাননি বেন স্টোকস। ৭ রান করে আউট হন। অম্বাতি রায়ডুও মাত্র ১২ রান করে ফেরেন। শিবম দুবে ১৮ বলে ১৯ রান করেন। মাত্র ১ রান করে ফেরেন রবীন্দ্র জাডেজা। ৭ বলে একটি চার ও একটি বিশাল ছয় মেরে ১৪ রানে অপরাজিত ছিলেন ধ

োনি। ১৭৮/৭ তোলে চেন্নাই।

গায়কোয়াড় ছিলেন বিধ্বংসী মেজাজে। মাত্র ২৩ বলে হাফসেঞ্চুরি করেন। গুজরাত শিবিরের জন্য আরও উৎকণ্ঠা বয়ে আনেন কেন উইলিয়ামসন। রুতুরাজের বাউন্ডারি আটকাতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউয়ি তারকা। তাঁকে রীতিমতো ধরে ধরে মাঠ থেকে বার করে আনা হয়। পরে তাঁর পরিবর্ত হিসাবে সাই কিশোরকে ইমপ্যাক্ট প্লেয়ার করে নামায় গুজরাত।

গুজরাত বোলারদের মধ্যে সেরা রশিদ খান। আফগান লেগস্পিনার ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন। দুরন্ত বোলিং করেছেন শামিও। ৪ ওভারে ২৯ রানে ২ উইকেট পেয়েছেন বাংলার পেসার। আলজারি জোসেফ ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন। বড় রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ এবার গুজরাতের।

আরও পড়ুন: কাল পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা, মোহালিতে কেমন রেকর্ড নাইটদের?