IPL 2023: Mahendra Singh Dhoni Has The Chance To Break Multiple Records This Season


আমদাবাদ: আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। জল্পনা অনুযায়ী এটাই ধোনির শেষ আইপিএল মরসুম হতে পারে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না সিএসকে অধিনায়ক। তাঁর বয়সও ৪১ পার করেছে, তাই তিনি এ মরসুমের পর আর খেলবেন কি না, সেই নিয়ে জল্পনা রয়েইছে। 

জয়ের লক্ষ্যে

গত মরসুমে সিএসকে আশানুরূপ পারফর্ম করতে পারেনি। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল হলুদ ব্রিগেড। সেই হতাশা কাটিয়ে এ মরসুমে পঞ্চম খেতাব জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামবেন ধোনিরা। ঘটনাক্রমে, ধোনি ব্যক্তিগতভাবেও এই মরসুমে একাধিক রেকর্ড গড়ে ফেলতে পারেন। কোন কোন রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে মাহির সামনে?

িন রেকর্ডের হাতছানি

ধোনির বড় শট হাঁকানোর দক্ষতা নিয়ে কারুরই কোনওরকম সন্দেহ থাকার কথা নয়। বিশ্বক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ফিনিশার হেলায় যে বোলারদের ভাল বলও মাঠের বাইরে ফেলে দিতে পারেন। তিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে মোট ২২৯টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বকালীন তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এ বারের টুর্নামেন্টে আরও ২১টি ছক্কা মারলেই ২৫০ ছয় মারার রেকর্ড নিজের নামে করে ফেলবেন ধোনি। এখনও পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার আইপিএলে ২৫০ ছক্কা হাঁকাতে পারেননি। অবশ্য রোহিত শর্মাও আইপিএলে ২৪০টি ছয় মেরেছেন। তাই ২৫০ ছক্কার গণ্ডি টপকানোর সুযোগ রয়েছে তাঁর সামনেও।

আইপিএলে ২৩৪ ম্যাচ খেলে ফেলেছেন ধোনি। টুর্নামেন্টের ইতিহাসে তাঁর থেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব আর কারুর নেই। দীনেশ কার্তিক ২২৯ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন। ধোনি কিন্তু এই মরসুমেই প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব নিজের নামে করতে পারেন। এছাড়া প্রথম উইকেটকিপার হিসাবে আইপিএলে ৫০০০ রান করার হাতছানিও রয়েছে ধোনির। বর্তমানে তিনি ২০৬ ইনিংস খেলে আইপিএলে ৪৯৭৮ রান করেছেন। আর ২২ রান করলেই পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেলবেন ধোনি। তাঁর আগে এবি ডিভিলিয়ার্স পাঁচ হাজার রান পূর্ণ করলেও, প্রোটিয়া তারকা সিংহভাগ আইপিএল কেরিয়ারেই কিপিং করেননি। তাই ধোনির সামনে প্রথম কিপার-ব্যাটার হিসাবে পাঁচ হাজার রান করার সুবর্ণ সুযোগ রয়েছে। 

আরও পড়ুন: আইপিএলে আজ কখন, কোথায় দেখবেন ধোনি বনাম হার্দিক ডুয়েল?