Sports Highlights: ধোনিদের হার, শনিবার নামছে কেকেআর, আইপিএল উদ্বোধনে চাঁদের হাট

<p><strong>কলকাতা:</strong> আইপিএলে জয় দিয়ে অভিযান শুরু গুজরাতের। উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যমণি অরিজিৎ সিংহ। খেলার সারাদিন।</p>
<p><strong>হার্দিকদের হ্যাটট্রিক</strong></p>
<p>মরসুম পাল্টালেও পাল্টাল না গুজরাত টাইটান্সের (GT vs CSK) বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ভাগ্য। আইপিএলে টানা তিন ম্যাচে সিএসকে-কে হারাল গুজরাত। যারা গতবারই&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে অভিষেক ঘটিয়েছে। গতবার চ্যাম্পিয়নও হয়েছিল গুজরাত। দুবারের সাক্ষাতে দুবারই হারিয়েছিল সিএসকে-কে। এবারও সেই ছবি অপরিবর্তিত। চেন্নাইয়ের ১৭৮ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল গুজরাত। সেই সঙ্গে চারবারের চ্যাম্পিয়নদের হারানোর হ্যাটট্রিকও সেরে ফেললেন&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>রা।</p>
<p><strong>ইতিহাসে প্রথম</strong></p>
<p>প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে আইপিএলে ইতিহাস গড়লেন তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande)। অম্বাতি রায়ডুর পরিবর্তে তাঁকে গুজরাতের ব্যাটিংয়ের সময় মাঠে নামায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অম্বাতি আর ফিল্ডিং করতে নামেননি। যদিও মাঠের অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি তুষারের। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে ৩.২ ওভারে ৫১ রান খরচ করেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১ উইকেট পান তিনি।</p>
<p><strong>অরিজিতের সৌজন্য</strong></p>
<p>শুক্রবার অবশ্য অরিজিৎ সিংহ (Arijit Singh) মন জিতে নিলেন নিজের সৌজন্য দিয়েও। কিংবদন্তিকে দিলেন প্রাপ্য সম্মান। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তখন সবে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। ঝুমে জো পাঠানে স্টেডিয়ামকে নাচিয়ে ছেড়েছেন অরিজিৎ। দুই দলের অধিনায়ক, চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ও গুজরাত টাইটান্সের <a title="হার্দিক পাণ্ড্য" href="https://bengali.abplive.com/topic/hardik-pandya" data-type="interlinkingkeywords">হার্দিক পাণ্ড্য</a>কে মঞ্চে তোলা হল। চলছিল পরিচয় পর্ব। সেখানেই ধোনিকে দেখে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অরিজিৎ। বাংলার গায়কের সৌজন্য দেখে মুগ্ধ ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি। সকলেই লিখলেন, এটাই বাংলার সংস্কৃতি। এভাবেই গুণীদের সম্মান জানায় বাঙালিরা।</p>
<p><strong>নামছে কেকেআর</strong></p>
<p><a href="https://bengali.abplive.com/topic/ipl-2022">আইপিএল</a>ে আগামীকাল নিজেদের অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে দল। নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও নতুন অধিনায়ক নীতিশ রানার নেতৃত্বে এবারের মরসুমে মাঠে নামবে কেকেআর। শ্রেয়স আইয়ার চোটের জন্য ছিটকে যাওয়ার পর আপদকালীন পরিস্থিতিতে&nbsp;<a href="https://bengali.abplive.com/topic/nitish-rana" data-type="interlinkingkeywords">নীতিশ রানা</a>র কাঁধে দায়িত্বভার বর্তে দেওয়া হয়েছে। যদিও নতুন দায়িত্ব নিয়ে একেবারেই চাপ নিতে চান না দলের বাঁহাতি তরুণ ব্য়াটার।&nbsp;</p>
<p><strong>মোহালিতে কেকেআরের রেকর্ড</strong></p>
<p>&nbsp;২০০৮ সাল থেকে শুরু হয়েছে <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl-2022" data-type="interlinkingkeywords">আইপিএল</a>। এখনও পর্যন্ত মোহালির মাঠে কেকেআর ও পাঞ্জাব মোট ৭ ম্যাচে খেলছে একসঙ্গে। তার মধ্যে ৪ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। ৩ ম্যাচ জিতেছে পাঞ্জাব। অর্থাৎ মোহিলতে নাইটদের রেকর্ড কিন্তু তাদের পক্ষেই কথা বলছে।&nbsp;</p>