শান্তি প্রতিষ্ঠায় হাওড়ায় একের পর এক বৈঠক মন্ত্রীর

হাওড়ার শিবপুরে শান্তি ফেরাতে সব পক্ষের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ রায়। সকালে এলাকার হিন্দিভাষী মানুষের সঙ্গে বৈঠক করেন তিনি। বিকেলে বৈঠক করেন স্থানীয় মসজিদের ইমামদের সঙ্গে। শনিবার বিকেলের ওই বৈঠকে হাজির ছিলেন শহরের পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও।

শনিবার দুপুরে টিকিয়াপাড়ার একটি বেসরকারি স্কুলে বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন হাওড়া শহরের বিভিন্ন মসজিদের ইমামরা। মন্ত্রী তাঁদের শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হতে অনুরোধ করেন। বৈঠকে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেস নেতারাও।

মন্ত্রী জানিয়েছেন, হাওড়ায় শান্তিস্থাপনের সঙ্গে তিনি সমস্ত পক্ষের সঙ্গে বৈঠক করছেন। এই ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে প্রশাসন। সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে সরকার। তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার সকাল থেকে হাওড়ার শিবপুরের পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এলাকায় ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ড্রোন উড়িয়ে পরিস্থিতির ওপর নজরদারি চালান পুলিশ আধিকারিকরা। তবে নতুন করে কোনও উত্তেজনার খবর পাওয়া যায়নি।