Delhi Fire: পেটের টানে দিল্লি,আগুনে মৃত্যু বাংলার চারজনের, ক্ষতিপূরণ মমতার

দিল্লিতে ভয়াবহ আগুন। তাতে বাংলার চারজনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এবার সেই মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতের পরিবারের জন্য ২ লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে। তিনি এনিয়ে টুইট করেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, দিল্লিতে মর্মান্তিক অগ্নিকাণ্ডে আমরা বাংলার তিনজনের মূল্যবান প্রাণকে হারিয়েছি। মালদার তিনজন বাসিন্দা ও উত্তর দিনাজপুরের একজন বাসিন্দার মৃত্যু হয়েছে। সেই শোকগ্রস্ত পরিবারকে আমি আমার সমবেদনা জানাচ্ছি। ওই মৃতের পরিবারের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারগুলির জন্য সবরকম সহায়তা করা হবে।

ঠিক কী হয়েছিল দিল্লিতে? উত্তর পূর্ব দিল্লির শাস্ত্রী পার্কে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্য়ে ৪জন এই রাজ্যের বাসিন্দা। শুক্রবারের ঘটনা। মাছি মার্কেটের কাছে ওই বাড়িতে আগুন লেগেছিল। সেখানেই বাংলার একাধিক বাসিন্দা ছিলেন। তার অগ্নিদগ্ধ হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

বাংলার মৃত বাসিন্দারা হলেন, মালদার ফজলু রায় চৌধুরী, টুলু শেখ, জাহেদুল হক ও উত্তর দিনাজপুরের পাশিরুল। সকলের বয়স ৩৭ থেকে ৪২এর মধ্য়ে। এদিকে মূলত দিল্লিতে কাজের সন্ধানে গিয়েছিলেন তারা। ফজলু চৌধুরী দিল্লিতে টোটো চালাতেন। ইদের আগে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সেটা আর হল না।

স্থানীয়দের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শ্রমিক পেটের টানে ভিনরাজ্যে যান। কঠোর পরিশ্রম করতে হয়। তারপর তারা বাড়িতে টাকা পাঠাতে পারেন। তবে ভিন রাজ্যে গিয়েও তারা যে সুখে থাকেন এমনটা নয়। তবুও সুখের মুখ দেখার চেষ্টা করেন তারা। কিন্তু সবসময় সেটা সম্ভব হয়না।

এদিকে এভাবে ভিন রাজ্যে চারজনের মৃত্যুর জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই গোটা ঘটনায় মর্মাহত। তবে এসবের মধ্য়েই মুখ্য়মন্ত্রী ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। কিন্তু ওই পরিবারগুলিতে এখন শুধুই শূন্যতা। দিশেহারা গোটা পরিবার।