LSG Vs DC Match Highlights: Lucknow Super Giants Defeat Delhi Capitals By 50 Runs In IPL 2023 Match No 3


লখনউ: ইংরেজ পেসারকে এর আগে একবারই আইপিএলে (IPL) দেখা গিয়েছিল। ২০১৮ সালে। চেন্নাই সুপার কিংসের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেছিলেন।

আইপিএলের জগতে প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন মার্ক উড (Mark Wood)। ইংরেজ পেসারের দাপটে তছনছ হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ইনিংস। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করল। ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করে ৫ উইকেট নিলেন উড। যার মধ্যে এক ওভারে পরপর দু’বলে পৃথ্বী শ ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়ে দিল্লির ব্যাটিংয়ের মাথায় আঘাত করলেন। এক ওভার পরে সরফরাজ খানকেও ফেরালেন। সেই আঘাতের এমনই অভিঘাত যে, দুমড়ে মুচড়ে গেল দিল্লি। যে দলের সঙ্গে কি না সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের মতো দুই কিংবদন্তি যুক্ত রয়েছেন।

দিল্লি ইনিংসের শেষ ওভারে নিজের কোটার চতুর্থ তথা শেষ ওভার বল করতে এসে আরও দুটি উইকেট তুলে নিলেন মার্ক উড। চলতি আইপিএলে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন কোনও বোলার। লখনউয়ের ১৯৩/৬ তাড়া করতে নেমে ১৪৩/৯ স্কোরে আটকে গেল দিল্লি। ৫০ রানে প্রথম ম্যাচে হেরে গেলেন ডেভিড ওয়ার্নাররা। দিল্লির ব্যাটারদের মধ্যে একমাত্র ওয়ার্নারই লড়াই করেছিলেন। ৪৮ বলে ৫৬ রান করে তিনি আবেশ খানের শিকার। ২০ বলে ৩০ রান করেন রিলি রুসো। দিল্লির ক্রিকেটারদের আর কেউই বলার মতো কিছু করেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধ মার্ক উডের হলে, প্রথমার্ধ ছিল কাইল মেয়ার্সের। ৩৮ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেললেন কাইল মেয়ার্স (Kyle Mayers)। তাঁর ব্যাটের দাপটে ছারখার হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বোলিং। ঘরের মাঠে প্রথমে ব্যাট করে লখনউ সুপা

র জায়ান্টস (LSG) তোলে ১৯৩/৬।

মেয়ার্স শুরুটা করেছিলেন কিছুটা ঢিমেতালে। অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমেছিলেন তিনি। প্রথম ১৬ বলে ১৫ রান করেছিলেন মেয়ার্স। কিন্তু ক্রিজে থিতু হয়ে যাওয়ার পর বিধ্বংসী মূর্তি ধারণ করেন। পরের ২২ বলে ৫৮ রান করেন ক্যারিবিয়ান তারকা। 

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারকে দিয়ে ইনিংস ওপেন করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কে এল রাহুল, মেন্টর গৌতম গম্ভীররা। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস শিবিরে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মতো দুঁদে ক্রিকেট মস্তিষ্করা বসে রয়েছেন। পাল্টা কৌশলে বাজিমাত করতে চেয়েছিলেন গম্ভীর-রাহুলরা। সফলও হলেন।

টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির বোলাররা শুরুটা করেছিলেন দুর্দান্তভাবে। বাংলার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করেছিলেন, মুকেশ কুমার বা অভিষেক পোড়েলকে খেলানো হয় কি না দেখার জন্য। মুকেশকে সুযোগ দেয় দিল্লি। যদিও প্রথম ম্যাচে পরাজয় হজম করতে হল বঙ্গ পেসারকে।

আরও পড়ুন: শ্রেয়সের অভাব পূরণ করার মতো বিকল্প রয়েছে, নারাইনের সঙ্গে আমার জুটি ভয়ঙ্কর, হুঁশিয়ারি বরুণের