Navjot Singh Sidhu: ৩৫ বছরের পুরনো মামলায় মেয়াদের আগেই জেলমুক্তি সিধুর! বেরিয়েই তোপ দাগলেন কার দিকে?

জেল থেকে মুক্তি পেলেন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। ১৯৮৮ সালের খুনের মামলায় ১০ মাসের কারাবাস শেষে মুক্তি পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। জেলের মেয়াদ শেষের আগেই এই মামলায় মুক্তি পান সিধু।

উল্লেখ্য, ৩৫ বছরের পুরনো ওই মামলায় ২০২২ সালের মে মাসে সাজা হয় সিধুর। উল্লেখ্য, সিধু ও তাঁর বন্ধু রুপিন্দর সিং সাঁধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যান। সেই সময় গুরনাম সিং নামে এক মারুতিচালক প্রতিবাদ করেন। সেই নিয়ে তর্ক চলাকালীন ৬৫ বছরের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু। মাথায় আঘাত পেয়ে মারা যান তিনি। নিম্ন আদালতে এই মামলায় সিধু বেকসুর খালাস হলেও পরে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিধুকে দোষী সাব্যস্ত করে। পরে সেই মামলায় সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই ধার্য করে। পরে ২০২২ সালের মে মাসে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য সিধুকে জেলের সাজা শোনায় হাইকোর্ট। ১ বছরের কারাবাসের সাজা হয় সিধুর। সেই মামলায় এদিন জেল থেকে রেহাই পান তিনি। ১ বছরের সাজার মধ্যে ১০ মাসের সাজা শেষ হতেই সিধু রেহাই পান।

(সারাদিনে ল্যাপটপ, টিভি, মোবাইল ঘাঁটার পর চোখের যত্ন ভুলছেন না তো! রইল কিছু টিপস )

এদিন জেল থেকে সিধু বের হতেই তাঁকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যে। জেল থেকে বেরিয়ে চেনা মেজাজে ফের একবার কেন্দ্রের মোদী সরকারের দিকে নিশানা তাক করেন নভজ্যোত সিং সিধু। তিনি অভিযোগ তোলেন, ‘ষড়যন্ত্র চলছে পঞ্জাবে রাষ্ট্রপতির শাসন আনার। সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে। যদি পঞ্জাবকে দুর্বল করতে চান, তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন। ’ফের একবার চেনা মেজাজে রাহুল গান্ধীর প্রশংসা করে সিধু বলেন, রাহুল গান্ধীই এই কেন্দ্রীয় সরকারকে নাড়িয়ে দেবেন। তিনি বলেন,’বিদ্রোহের নাম রাহুল গান্ধী’। এর আগে ৫৯ বছর বয়সী এই কংগ্রেস নেতাকে জেল থেকে বের করে নিয়ে যেতে একাধিক কংগ্রেস সমর্থক জড়ো হন জেলের সামনে। সিধু জেল থেকে বের হতেই তাঁরা উচ্চস্বরে বলেন, ‘নভজ্যোত সিং জিন্দাবাদ’।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup