Teacher appointment scam: মুর্শিদাবাদের স্কুলে নিয়োগে বেনিয়ম, DI অফিসের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদ করবে CID

মুর্শিদাবাদের সুতির গোঠা এআর হাইস্কুলে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করার পরেই তৎপর হয়েছে সিআইডি। বহরমপুর ডিআই অফিসের ৫ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে নিয়ে গেল সিআইডি। শুক্রবার সিআইডির ডিএসপি (মুর্শিদাবাদ) শিমুল সরকারের নেতৃত্বে সিআইডির একটি দল ডিআই অফিসে হানা দেয়। সেখান থেকে পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুরের উকিলাবাদের সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয়। এই কর্মীদের মধ্যে রয়েছেন ডিআই অফিসের এআই এবং করণিক পদমর্যাদার ৫ জন।

ডিআই অফিস সূত্রে জানা গিয়েছে, বেলা ১২ টা নাগাদ দুটি গাড়িতে করে সিআইডির একটি দল সেখানে হানা দেয়। এরপরে ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। মুর্শিদাবাদের ওই স্কুলে বেআইনিভাবে শিক্ষক নিয়োগে তাদের কোনও ভূমিকা ছিল কিনা তা নিয়ে কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। 

সূত্রের খবর, ভবানীভবনে সিআইডির শীর্ষকর্তাদের উপস্থিতিতে ভার্চুয়ালিভাবে এই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি জেলায় আরও শিক্ষক নিয়োগে বেনিয়মে হয়েছিল কিনা, তা নিয়েও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। ডিএসপি শিমুল সরকার জানিয়েছেন, ভবানী ভবনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যৌথভাবে এই পাঁচ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাঁদের এখনও আটক করা হয়নি বলে তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, মুর্শিদাবাদের বেলডাঙার একটি স্কুলের ভূগোলের শিক্ষক অরিন্দম মাইতির নিয়োগের মেমো নম্বর জাল করে চাকরি পেয়েছিলেন অনিমেষ তিওয়ারি। সেই মামলায় প্রথমে অনিমেষের বেতন বন্ধ করেন কলকাতায় হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং পরে ঘটনার তদন্তের দায়িত্ব দেন রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডিকে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত এই মামলায় ৩৩ জনেরও বেশি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যাঁর মধ্যে রয়েছেন ডিআই অফিসের আধিকারিক, কর্মীদের পাশাপাশি স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা। গত ১৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছিলেন আশিস তিওয়ারি। তাই তাঁকে গ্রেফতার করে সিআইডি। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় প্রধান শিক্ষকের বক্তব্যে অনেক অসঙ্গতি ছিল। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup