Video: টর্নেডো বিধ্বস্ত শহরে গিয়ে শহরের নামই ভুল বলে ফেললেন বাইডেন! কী উচ্চারণ করলেন জানেন?

আমেরিকার মিসিসিপির টর্নেডো বিধ্বস্ত শহর রোলিং ফর্কে সদ্য গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে পরিস্থিতি পরিদর্শন করতে যান তিনি। আর যে শহরে তিনি গিয়েছিলেন, সেই শহরের নামই ভুলে গেলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। রোলিং ফর্ক শহরের নাম তিনি ‘রোলিং স্টোন’ বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ‘রোলিং স্টোন’ নামের এক জনপ্রিয় ম্যাগাজিন বাজারে রয়েছে। যে ম্যাগাজিনে সংস্কৃতিগত নানান দিক তুলে ধরা হয়। এক ভিডিয়োতে দেখা যায়, ওই শহরে পৌঁছে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য রাখছেন। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘আমরা শুধু আজকের জন্য এখানে নই, আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা কিছুই ছেড়ে যাব না। আমরা আপনদের জন্য এটি (উদ্ধারের কাজ) সম্পন্ন করতে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ আমি এটা নিশ্চিত করতে চাই, যে আপনারা ঘুমোতে পারবেন, খেতে পারবেন, সাহায্য করা হবে আপনাদের যাতে জীবনযাত্রা সঠিক পথে আসে রোলিং স্টোনে।’ শহরের নামটি যে ভাষণের মাঝে ভুল উচ্চারণ করে ফেলেছেন, সে বিষয়ে ততটা সতর্ক তখন ছিলেন না জো বাইডেন। জো বাইডেন বলতে থাকেন, ‘ শহর রোলিং স্টোন ফের আগের মতো হবে। আমরা আপনাদের সঙ্গে থাকবে প্রতি পদক্ষেপে।’ বক্তব্যের একেবারে শেষলগ্নে গিয়ে নিজের ভুল বুঝতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি কী বলে ফেলেছি? রোলিং ফর্ক, রোলিং স্টোন? আমার মাথা গুলিয়ে গিয়েছে।’ (আরও বিপাকে রাহুল গান্ধী! মোদী পদবী মন্তব্য ইস্যুতে এবার সমন পাটনা কোর্টের )

উল্লেখ্য, সদ্য এক ভয়াবহ টর্নেডোর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রোলিং ফোর্ক শহর। সেখানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। মিসিসিপি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এদিন একথা জানিয়েছে। টর্নেডো বিধ্বস্ত সেই শহরেই পৌঁছন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। উল্লেখ্য, রোলিং ফোর্কের পশ্চিম অংশ হল বসবাসের জায়গা। সেই বসবাসের জায়গাই কার্যত ঝড়ে ধ্বংস হয়ে গিয়েছে। রোলিং ফর্কের মেয়র বলছেন, হাইওয়ে ৬১ যেখানে সবচেয়ে বেশি শিল্প সন্নিবিষ্ট এলাকা সেই জায়গাটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।