মমতায় অনুরাগের বিরাগ, আইন-শৃঙ্খলা উচ্ছন্নে গেছে বলে দিলেন কড়া হুঁশিয়ারি

হাওড়া হিংসায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। রবিবার তিনি প্রশ্ন তোলেন, আগাম খবর থাকলে হাওড়ায় কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেননি মুখ্যমন্ত্রী? কেন পশ্চিমবঙ্গে বারবার একই ঘটনা ঘটছে? পশ্চিমবঙ্গের আইন – শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন অনুরাগ ঠাকুর বলেন, ‘কিছু ঘটতে পারে, মুখ্যমন্ত্রীর কাছে আগাম এই খবর থাকলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি কেন? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে চোখ বন্ধ করে ছিলেন’।

এর পরই মমতাকে অনুরাগের হুঁশিয়ারি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জি, চোখ বন্ধ করলে কাজ হবে না। বিজেপির নেতা – কর্মীরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। আর আপনার রাজ্যে আইন – শৃঙ্খলা ব্যবস্থা যে ভাবে ভেঙে পড়েছে তা নিয়ে যদি আপনার ঘুম না ভাঙে তাহলে আপনার বিরুদ্ধে কঠিক পদক্ষেপ করা উচিত। কারণ, একবার নয়, বারবার একই ঘটনা ঘটছে’।

পালটা সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যারা বলে, দেশ কে গদ্দারো কো/ গোলি মারো সালো কো, তাদের মুখে এসব কথা মানায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কী করছিলেন? কেন তাঁর দফতরের এত কাছে এরকম হিংসার আগাম খবর কি তাঁর কাছে ছিল না? না কি এই ধরণের তালগোল পাকিয়ে দিতে পারলে পশ্চিমবঙ্গের জ্বলন্ত ইস্যুগুলো নিয়ে কেউ প্রশ্ন করবে না বলে তিনি নরম ছিলেন?