রাজু খুনে ব্যবহৃত নীল বালেনো থেকে ৭টি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করল পুলিশ

রাজু ঝা খুনে ব্যবহৃত নীল বালেনো গাড়ি থেকে ২টি ৭ মিমি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করলেন তদন্তকারীরা। সোমবার একথা জানিয়েছে পুলিশ। এদিন গাড়িটিকে শক্তিগড় থানায় পরীক্ষা করা হয়। তখনই বন্দুক ও কার্তুজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে। মাত্র ২৫ সেকেন্ডে চার দিক থেকে ঘিরে ধরে রাজু ঝাকে খুন করেছে ৩ আততায়ী।

গত শনিবার সন্ধ্যায় শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে আততায়ীদের গুলিতে খুন হন কয়লা মাফিয়া রাজু ঝা। ঘটনার সময় একটি ফরচুনার গাড়িতে ছিলেন তিনি। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে খাবার কিনতে নেমেছিলেন গাড়ির চালক। তখনই নীল বালেনো গাড়িতে করে আসে চার যুবক। রাজু ঝায়ের গাড়ি পার করে প্রথমে চলে যায় তারা। কিন্তু গাড়ি ঘুরিয়ে ফিরে আসে। তার পর ৩ জন যুবক মাস্ক পরে গাড়ি থেকে নামেন। ফরচুনার গাড়িটিকে ঘিরে ধরে গুলিবৃষ্টি করে তারা। তখন গাড়িতেই বসে ছিলেন বালেনোর চালক। ২৫ সেকেন্ড নাগাড়ে গুলি চালিয়ে বালেনো গাড়িতে উঠে পড়েন তাঁরা। এর পর কলকাতার দিকে পালায় গাড়িটি। পরদিন সকালে শক্তিগড় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে উদ্ধার হয় সেই গাড়ি।

পুলিশের তরফে জানানো হয়েছে, সেই গাড়ি থেকে ২টি ৭ মিমি পিস্তল ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। সম্ভবত বন্দুকগুলি রাজু ঝা খুনে ব্যবহার করা হয়েছিল। বন্দুক নিয়ে পালাতে গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় সেগুলি গাড়িতেই রেখে পালায় দুষ্কৃতীরা।