Minor Girl Killed: শ্রদ্ধাকাণ্ডের ছায়া! ৯ বছরের বালিকাকে খুন করে দেহ খণ্ড করে লুকিয়ে রাখা হল পরিত্যক্ত বাড়িতে, এরপর?

শ্রদ্ধা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এবার উঠে এল। এবার ঘটনাস্তল রাজস্থান। পুলিশ বলছে, ওই ছোট্ট মেয়েটির ধর্ষণ করে হত্যা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা রাজস্থানের উদয়পুরে ঘটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কমলেশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ২৯ মার্চ থেকে ওই মেয়েটি ছিল নিরুদ্দেশ। তাঁকে খোঁজার জন্য বহু চেষ্টা করা হয়। পরে শনিবার রাতে মাভলি এলাকায় এক পরিত্যক্ত বাড়ির ভিতর ওই মেয়েটির দোহাংশের খণ্ড পাওয়া যায়। শিউরে ওঠার মতো এই ঘটনায়, পুলিশের অনুমান, এর আগে কোনও ধর্ষণকাণ্ড ঘটে গিয়েছে। আর সেই ধর্ষণের পরই এই ভয়াবহ হত্যাকাণ্ড চলেছে, বলে অনুমান। জানা গিয়েছে, ওই পরিত্যক্ত বাড়িটির আশপাশে স্থানীয়রা কিছু বাজে গন্ধ পেতে থাকেন। এদিকে, ওই পাড়াতেই বাসবাস ছিল নাবালিকার। সন্দেহ জন্মাতেই পুলিশ আসে ঘটনাস্থলে। দেখা যায়, ৯ বছরের নাবালিকাকে খুন করে তার দেহাংশ ছড়িয়ে রাখা হয়েছে ওই বাড়িটিতে।

(সাময়িক স্বস্তি ফিরল রাহুল গান্ধীর! মানহানি মামলায় জামিনের মেয়াদ বাড়াল কোর্ট )

(এই যাঃ! রান্নায় হলুদ বেশি পড়ে গিয়েছে? কড়াইতে শুধু এইটি দিলেই হবে মুশকিল আসান)

এদিকে, সদ্য কয়েক মাস আগে, শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে গোটা দেশ তোলপাড় হয়েছে। সেই ঘটনায় শ্রদ্ধার বয়ফ্রেন্ড আফতাব পুনাওয়ালা গ্রেফতার হয়েছে অভিযোগের জেরে। আফতাবের বিরুদ্ধে শ্রদ্ধাকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে রেখে তা জঙ্গলে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই বিষয়ে স্বীকারোক্তিও গিয়েছে আফতাবের। পুলিশের কাছে জেয়ার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগে, নানান চাঞ্চল্যকর বিষয় জানায় আফতাব। গোটা ঘটনার পর আপাতত জেলবন্দি আফতাব। সদ্য আফতাব জেলে মারধরের শিকার হয়েছে বলে নতুন অভিযোগ তুলেছে। সব মিলিয়ে , শ্রদ্ধা কাণ্ডের পর রাজস্থানের ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup