টস হেরেছে বাংলাদেশ 

সিরিজের একমাত্র টেস্টেও টস জিতেছে আয়ারল্যান্ড। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও বাংলাদেশের সামনে এবার টেস্ট পরীক্ষা। ২০২২ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্টে জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। এরপর ৮টি টেস্ট খেলে একটিতেও জিততে পারেনি, কেবল একটি ম্যাচ ড্র করেছে। ঘরের মাঠেও ২০২০ সালের পর কোনও ম্যাচ জিততে পারেনি। অন্য দুই ফরম্যাটে দারুণ খেললেও টেস্ট বলেই ভয় আর শঙ্কা উঁকি দিচ্ছে। যদিও আইরিশরা এই ফরম্যাটের সবচেয়ে নবীনতম দল। ২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র ৩টি টেস্ট খেলে যার সবগুলোতেই তারা হেরেছে।  

তিন পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ 

বাংলাদেশ তিন পেসার আর তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। তাসকিন ছিটকে যাওয়ায় একাদশে স্থান হয়েছে শরিফুল ইসলামের। তামিম ইকবালের খেলা নিয়ে সংশয় থাকলেও তিনি ঠিকই একাদশে ফিরেছেন। 

এই ফরম্যাটের নবীনতম সদস্য আয়ারল্যান্ড চার বছর পর টেস্ট খেলতে নামছে। একাদশে অভিষেক হয়েছে ৬জনের। তারা হলেন- মারে কামিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট। তাছাড়া পিজে মুর জিম্বাবুয়ের হয়ে আট টেস্ট খেললেও আইরিশদের হয়ে এই ফরম্যাটে তার এই টেস্ট দিয়ে অভিষেক হচ্ছে।  

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।  

আয়ারল্যান্ড একাদশ: মারে কামিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ডি বালবির্নি, হ্যারি টেক্টর, পিজে মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেট), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।