KKR Skipper And Indian Batsman Shreyas Iyer To Have Back Surgery Out Of IPL 2023 And WTC Final


মুম্বই : আশঙ্কা ছিল। সেটাই সত্যি হল। পুরো আইপিএলেরই (IPL) বাইরে চলে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মরসুম শুরুর আগেই আশঙ্কার কথা বুঝে বিকল্প হিসেবে নীতিশ রানাকে অধিনায়ক বেছে নেওয়ার পরও খানিক প্রত্যাশা ছিল নাইট সমর্থকদের মধ্যে, তবে তা খেল বড়সড় ধাক্কা। তবে শুধুমাত্র কলকাতা নাইট রাইডার্সই (Kolkata Knight Riders) নয়, ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরেও।

কারণ, চোটের জেরে পিঠের অস্ত্রোপচার করা ছাড়া কোনও রাস্তা নেই মুম্বইয়ের ব্যাটারের কাছে। আর সেটার পথে পা বাড়ানোর জেরে আগামী জুন মাসে ইংল্যান্ডের মাটিতে হতে চলা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship (WTC) final ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেতাবি ম্যাচেও মিডল অর্ডারের ভরসাযোগ্য এই ব্যাটসম্যানকে পাবে না ভারতীয় শিবির। সূত্রের খবর, পিঠের অস্ত্রোপচারের জন্য বিদেশে যাচ্ছেন শ্রেয়স। আর বড়সড় অস্ত্রোপচার হওয়ার পর রিহ্যাব ও রিকভারি সেশন কাটিয়ে ফের মাঠে ফিরে আসতে অন্তত তিন মাস সময় লাগবে শ্রেয়সের। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষে বাংলাদেশ সিরিজের আগে শ্রেয়সের মাঠে ফেরার সম্ভাবনা কার্যত নেই।

পিঠের নিচের দিকে চোট বছরের শুরু থেকেই ভোগাচ্ছিল শ্রেয়সকে। প্রথমে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে নির্ধারিত ওভারের সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল তাঁকে। মাঝে ব্যথা কমানোর জন্য বেশ কয়েকটা ইঞ্জেকশন নিলেও তাতে লাভ হয়নি। বর্ডার-গাওস্কর সিরিজের প্রথম ম্যাচে না খেললেও পরের দুটো টেস্টে ব্যআট করতে নেমেছিলেন শ্রেয়স। যদিও আমদাবাদে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যথার চোটে ব্যাট করতেই নামতে পারেননি শ্রেয়স। শেষমেশ ম্যাচ থেকেই বাদ পড়তে বাধ্য হয়েছিলেন। চোটের গুরুত্বের জেরে অস্ত্রোপচারই সুরাহার রাস্তা বলেই প্রথম থেকেই খবর মিলেছিল। তবে শ্রেয়স মাঝে কেমন থাকেন, কেকেআর শিবিরেরে অধিনায়কের দায়িত্ব তাঁর কাঁধে, তাই আইপিএলে খেলার চেষ্টা তিনি করেন কি না, সেসব বিষয় ঘিরেই ছিল উৎসাহ। যদিও শেষপর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্তই নিতে বাধ্য হওয়ার জেরে ষোড়শ আইপিএল থেকেই বাদ পড়তে হল তাঁকে। পাশাপাশি আগামী জুনে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মঞ্চেও দেশের জার্সি গায়ে চাপাতে পারবেন না তিনি। প্রসঙ্গত, চোটের জেরে ইতিমধ্যে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ। এবার ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার।       

আরও দেখুন- গুজরাত টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটস