লাটে উঠছে Virgin Orbit-এর মহাকাশ ব্যবসা, ছাঁটাই শ’য়ে শ’য়ে কর্মী

অদূর ভবিষ্যতের জন্য কার্যক্রম বন্ধ করে দিচ্ছে ভার্জিন অরবিট। তহবিলের অভাবে আর মহাকাশ পর্যটনের ব্যবসা টানতে পারছে না সংস্থা। বৃহস্পতিবার কর্মীদের এক বৈঠকে এমনটাই জানান সংস্থার CEO ড্যান হার্ট। CNBC সূত্রে খবর, খুব শীঘ্রই সংস্থার ফুল টাইম কর্মীদের সবাইকেই ছাঁটাই করে দেওয়া হতে পারে। আরও পড়ুন: Neuralink: মানুষের মাথায় কম্পিউটার চিপ বসানোর অনুমতি পেল না মাস্কের কোম্পানি

ড্যান হার্ট জানিয়েছেন, সংস্থা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার মতো তহবিল জোগাড় করতে পারেনি।

সংস্থার ১০০টি পদ বাদ দিয়ে বাকি কর্মীদের ছাঁটাই করে দেবে ভার্জিন অরবিট। প্রায় ৯০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করে দেওয়া হবে। প্রত্যেক ডিপার্টমেন্ট এবং টিম থেকেই কর্মী ছাঁটাই করা হবে।

ভার্জিন অরবিট ভার্জিন গোষ্ঠীর অধীনস্থ একটি সংস্থা। তারা মূলত কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ সংক্রান্ত পরিষেবা প্রদান করে।

ভার্জিন অরবিট বাণিজ্যিক এবং মার্কিন সরকারের প্রতিরক্ষা সংক্রান্ত ব্যবহারের জন্য ক্যালিফোর্নিয়া থেকে এখনও পর্যন্ত চারটি সফল স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন করেছে।

ভার্জিন অরবিট শুক্রবার একটি নিয়ন্ত্রক ফাইলিংয়ে জানিয়েছে, প্রথম ত্রৈমাসিকেই প্রায় ৬৭৫ জন কর্মীকে বরখাস্ত করা হবে। এর জন্য প্রায় $১৫.৫ মিলিয়ন খরচ হবে।

এর মধ্যে প্রায় ৮.৮ মিলিয়ন ডলার সিভিয়ারেন্স পেমেন্ট। কর্মচারী বেনিফিট খরচ এবং অন্য সবকিছু মিলিয়ে ৬.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে।

ভার্জিনের পরিকল্পনা ছিল মডিফায়েড বিমান থেকে মাঝ উড়ানে রকেট লঞ্চ করা। এর মাধ্যমে লঞ্চ সাইট সংক্রান্ত ঝামেলা, জ্বালানি খরচ হ্রাস পাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করা যায়নি। বিশেষত ব্লু অরিজিন, স্পেসএক্স-এর দাপটে ব্যাকফুটে চলে গিয়েছে সংস্থা। আরও পড়ুন: SpaceX-এর জন্য আরব থেকে টাকা তুলছেন Elon Musk? জানুন আসল সত্যিটা

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup