Hanuman Jayanti: অশান্তি হলে দায় মিছিলের উদ্যোক্তাদের, হনুমান জয়ন্তীতে পুলিশের ২৭ শর্ত

হনুমান জয়ন্তীর মিছিলের জন্য গাইডলাইন তৈরি করে দিল পুলিশ। কলকাতা পুলিশ তৈরি করেছ সেই গাইডলাইন। রয়েছে ২৭ শর্ত। সেই শর্ত মেনে মিছিল করতে হবে উদ্যোক্তাদের। বুধবার হাইকের্টে এই গাইডলাইন নিয়ে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মিছিল শুরু এবং শেষ কখন হবে, কোন জায়গা দিয়ে মিছিল যাবে, কতজন লোক থাকবে সব ঠিক করে দেবে পুলিশ।

আদালতে এজি জানিয়েছেন, কোন অপ্রীতিকর ঘটনা হলে তার দায়িত্ব মিছিলের আয়োজককে নিতে হবে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত আধা-সামরিক বাহিনীরও সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে। যদিও শুনানিতে এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি রাজ্য সরকার। এজি আদালতকে জানিয়েছেন, হনুমান জয়ন্তীতে কলকাতা পুলিশের দেওয়া গাইডলাইন মেনে যাতে নয় সেদিকে নজর রাখবে রাজ্য প্রশাসন। বুধবার থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ করবে পুলিশ।

(পড়তে পারেন। রাজ্যগুলিকে হনুমান জয়ন্তী ‘শান্তিপূর্ণভাবে’ পালনে কড়া বার্তা কেন্দ্রের, জারি অ্যাডভাইসারি)

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফও হনুমান জয়ন্তীতে শান্তি বজায় রাখার কথা বলা হয়েছে। এ জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অ্যাডভাইসারি পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, ‘হনুমান জয়ন্তীতে যাতে কোনও ভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। যে কারণগুলি সম্প্রীতি বিঘ্নিত করতে পারে তাতে নজর রাখতে হবে।’