Mamata Banerjee: টিকিট না পেলে বিজেপির কথায়…! দলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা মমতার

মঙ্গলবার দিঘার হেলিপ্যাড ময়দানের পাশের মাঠে বুথ কর্মী সম্মেলনে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কর্মীদের সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা,’টিকিট না পেলে বিজেপির কথায় নির্দল হিসাবে দাঁড়িয়ে পড়বেন না।’

এর আগেও একাধিকবার তৃণমূল নেত্রী জানিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তিকে প্রাধান্য দেওয়া হবে। তবে গত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা থেকে দল দেখেছে, যাঁরা টিকিট পাননি তাঁরা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েছেন। এতে আখেরে সুবিধা হয়েছি বিরোধীদের। দলের অন্তর্তদন্তে উঠে এসেছে, সম্প্রতি সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হারে অন্যতম কারণ দলের গোষ্ঠীদ্বন্দ্ব। পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও মাথা ব্যথার কারণ এই গোষ্ঠীদ্বন্দ্ব।

আসন্ন পঞ্চায়েত ভোটে যাতে দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নির্দল প্রার্থী হওয়ার প্রবণতা না বাড়ে, তা রাখতে আগেই কর্মীদের সতর্ক করে দিলেন নেত্রী।

তিনি বলেন, ‘দলের টিকিট একজনেই দেওয়া যায়। কেউ টিকিট না পেয়ে দয়া করে বিজেপির কথায় নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়বেন না। আপনার যাঁরা টিকিট পাবেন না তাঁদের কথা মাথায় রাখবে দল। তাঁদের জন্য ব্যবস্থা করা হবে।’

মঞ্চ থেকে দলের উঁচুতলার কর্মীদের উদ্দেশেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’যাঁরা উপরে বসে আছেন তাঁরা একটু হাঁটাচলা করুন। মানুষের বাড়ি বাড়ি যান। তাঁদের সঙ্গে কথা বলুন। দিদির সুরক্ষা কবচ পেয়েছে কি না জানুন।’