বসে পড়েছিলেন মাঝের সারিতে, ব্রিটেনের ‘ফার্স্ট লেডি’ অক্ষতাকে এরপর কোথায় আসন দেওয়া হল? পদ্মসম্মান অনুষ্ঠানে যা ঘটল

রাষ্ট্রপতি ভবনে চলছিল পদ্ম সম্মান পুরষ্কার প্রদান অনুষ্ঠান। সেখানে পদ্মভূষণ প্রাপকদের তালিকায় ছিলেন সুধা মূর্তি। মায়ের এই সম্মান প্রাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি ও সমাজসেবা লেখিকা সুধা মূর্তির কন্যা অক্ষতা। অক্ষতা বসেছিলেন মাঝের এক আসনে। যেখানে বাকি পদ্ম সম্মান প্রাপকদের পরিবারের সকলে বসেন। তবে এরপরই সেখানে উপস্থিত অফিশিয়ালরা নিজেদের একটি ‘ভুল’ লক্ষ্য করেন! আর তা ছিল অক্ষতাকে ঘিরে।

নারায়ণ মূর্তি ও পদ্ম সম্মান প্রাপক সুধা মূর্তির কন্যা অক্ষতা মূর্তি বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী। সেই পদমর্যাদা অনুযায়ী তিনি ব্রিটেনের ফার্স্ট লেডি। আর ভিন দেশের ফার্স্ট লেডি ভারতের রাষ্ট্রীয় অনুষ্ঠানে পান প্রথম সারির স্থান। তবে, অক্ষতা সেদিকে নজর করেননি। তিনি গিয়ে বসেছিলেন সেই খানে, যেখানে বাকি অনেকেই বসেছিলেন, যাঁরা ‘বিশিষ্ট’দের তালিকায় ছিলেন না ওই সমারোহে। সেই বসার সারিটি ছিল একেবারে হল-এর মাঝখানে। অক্ষতার সামনে ছিল পর পর কয়েকটি বসার সারি। বিষয়টি লক্ষ্য করেন ভারতের সংশ্লিষ্ট অফিসাররা। তৎক্ষণাৎ তাঁরা অক্ষতার কাছে গিয়ে, তাঁকে সামনের সারিতে বসতে অনুরোধ করেন, কারণ অক্ষতা পদমর্যাদায় ব্রিটেনের ফার্স্ট লেডি। তখনই দেখা যায়, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, যুব ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরদের সঙ্গে একই সারিতে বসছেন অক্ষতা।

(কুড়ুল হাতে স্কুলে হামলা ব্যক্তির! আক্রমণে মৃত ৪ শিশু, আহত ৫, ত্রস্ত ব্রাজিল )

(নববর্ষে বাড়ির দরজায় আম পাতার তোরণ লাগাচ্ছেন তো! বাস্তু মতে এর সুপ্রভাব জানেন কি )

উল্লেখ্য, সুধা মূর্তি বুধবারই গ্রহণ করেছেন পদ্ম সম্নান। রাষ্ট্রপতি ভবনে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। সেই অসামান্য সময়কালের সাক্ষী ছিলেন অক্ষতা। অনুষ্ঠানে নারায়ণ মূক্তির ছেলে রোহন ও বোন সুনন্দা কুলকর্নিকেও দেখা গিয়েছে। উল্লেখ্য, মায়ের পদ্মসম্মান প্রাপ্তি অনুষ্ঠানের আগে গোয়ায় ছুটি কাটাতে দেখা গিয়েছে অক্ষতাকে। সঙ্গে ছিল তাঁর পরিবার। ছিল দুই মেয়েও। সঙ্গে ছিলেন মা সুধা মূর্তিও। উল্লেখ্য, রাষ্ট্রপতিভবনের ওই রাজকীয় অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, এছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমেত বিশিষ্টরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup