মাংসের ঝোল নিয়ে ঝগড়া, ছেলেকে পিটিয়ে ‘খুন’ করলেন বাবা

কর্নাটকের কন্নড় জেলায় একেবারে নজিরবিহীন ঘটনা। মাংসের তরকারি নিয়ে বাবা ও ছেলের মধ্যে ঝামেলা। আর তার জেরে ছেলের মাথায় মুগুর দিয়ে আঘাত করার অভিযোগ বাবার বিরুদ্ধে উঠেছে। তার জেরে মৃত্যু হয়েছে ছেলের। মৃত ছেলের বয়স ৩২ বছর। মঙ্গলবার সুল্লিয়া তালুক এলাকার ঘটনা। মৃতের নাম শিবারাম। অভিযুক্ত বাবার নাম শিনা। তবে সূত্রের খবর, ধারালো কিছু দিয়েও ছেলের শরীরে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু কেন এভাবে ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে?

সূত্রের খবর, বাড়িতে মঙ্গলবার চিকেন কারি হয়েছিল। শিবারামের বাবা বাড়ি ফিরেই সেই মাংসের ঝোল নিয়ে বসে পড়েন। এদিকে এই মাংসের তরকারিকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে চরম বিবাদ শুরু হয়ে যায়। এরপরই অভিযোগ ছেলেকে কাঠের মুগুর দিয়ে আঘাত করে বাবা। আর তারই পরিণতিতে একেবারে রক্তারক্তি কাণ্ড।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। শিবারামের স্ত্রী ও দুটি বাচ্চা রয়েছে। বাবার হাতে খুন হতে হল শিবারামকে।

এদিকে গোটা ঘটনায় বাবার ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। সামান্য মাংসের ঝোল নিয়ে বচসা যে এমন খুনোখুনির পর্যায়ে চলে যাবে তা হয়তো ভাবতেই পারেননি বাড়ির অন্যান্য সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সী শিবারাম শ্রমিকের কাজ করতেন। অন্যদিকে তার বাবার বয়স হয়েছে। কাজকর্ম বিশে ষ কিছু করতেন না। আসলে সেদিন রাতে বাড়িতে চিকেন কারি হয়েছে এই খবর পেয়েই বাড়ি ফিরে এসেছিলেন শিবারাম। কিন্তু বাড়ি ফিরে এসে তিনি দেখেন বাবা মাংসের ঝোল নিয়ে ততক্ষণে খেতে বসে পড়েছেন। এদিকে তা দেখেই মাথায় রাগ উঠে যায় শিবারামের। তিনি এরপর বাবার সঙ্গে তর্কাতর্কি শুরু করে দেন। পালটা তার বাবাও চোটপাট শুরু করে দেন। ক্রমেই ঝগড়া বাড়তে থাকে। শেষ পর্যন্ত আর মেজাজ ঠিক রাখতে পারেননি বাবা। তিনি একটি মুগুর দিয়ে ছেলের মাথায় বসিয়ে দেন। আর তাতেই মৃত্যু হয় ছেলের।

তবে ছেলেকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup