BJPকে ঝাঁটাপেটা করার নিদান সুজাতার, নেত্রীর সাথে কুকথায় পাল্লা দিলেন জেলা সভাপতি

সৌজন্য শব্দটা রাজ্য রাজনীতিতে আগেই বিলুপ্ত হয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন আসতেই বেড়েছে কুকথার স্রোত। এবার সেই প্রতিযোগিতায় নামলেন বাঁকুড়ার ২ তৃণমূল নেতা। একই মঞ্চ থেকে বিরোধীদের শালীনতার মাত্রা ছাড়িয়ে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল ও দলের জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়।

এদিন বাঁকুড়ার জয়পুরে এক সভায় সুজাতা বলেন, ‘বিজেপির সাংসদ – বিধায়করা সিপিএমের উস্কানিতে আপনাদের টুপি পরাতে আসে। মহিলারা ঝাঁটা নিয়ে তেড়ে যাবেন। ঢুকতে দেবেন না। বিজেপি মানুষকে বোকা বানিয়ে ভোটে জিতেছে। এখন আর মানুষের পাশে থাকে না। ওদের একমাত্র কাজ তৃণমূলের কুৎসা করা।’

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের স্বরূপ। মাকে কে কেউ কলুষিত করার চেষ্টা করলে আমরা যেমন ছেড়ে কথা বলি না সিপিএম বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করলে আমরা ছেড়ে কথা বলব না। চাবকে পিঠের চামড়া সোজা করে দেবেন।’

সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও নিজের বক্তব্যে অনড় থাকেন সুজাতা। তিনি বলেন, ‘ঝাঁটাই মেয়েদের অস্ত্র। মেয়েরাই দুর্গা। তারাই অসুর নিধন করে। এলাকায় শান্তি রাখতে মহিলাদের মহিষাসুরমর্দিনী হতে হবে। দরকারে হাতে ঝাঁটা নিতে হতে পারে বা ত্রিশূলও নিতে হতে পারে।’