Dumdum Cannon: দমদমের কামানের ইতিহাস জানলে চমকে যাবেন, আপাতত রাখা হল নবমহাকরণে

দমদম সেন্ট্রাল জেলের কাছ থেকে যশোর রোডের ধার থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতিক কামান। মাটির তলায় প্রায় ২৫০ বছর ধরে লুকিয়ে ছিল ইতিহাস। সেই ইতিহাসকেই এবার সামনে আনা হল। এদিকে এই কামানকে ঘিরে ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কোথায় রাখা হচ্ছে এই কামান, কীভাবে সাধারণ মানুষ এই কামান দেখতে পারবেন তা নিয়েও নানা প্রশ্ন উঠছে। তবে সূত্রের খবর, আপাতত নব মহাকরণে উদ্ধার করা বিশাল কামানটিকে রাখা হয়েছে। আদালত ভবনের পাশেই এই রয়েছে এই নবমহাকরণ।সেখানেই আপাতত কামানটি রাখা হবে। তারপর সেটিকে প্রয়োজনে অন্যত্র সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা হতে পারে। নব নির্মিত আলিপুর মিউজিয়ামে ব্রিটিশ আমলে তৈরি করা এই কামান রাখা যায় কি না তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

উদ্ধার হওয়া এই কামানটিকে মাটির তলা থেকে বের করতে সিইএসসি সবরকম সহায়তা করে। গত ১ এপ্রিল থেকে এই খোঁড়ার কাজ শুরু হয়েছিল। অবশেষে বুধবার একেবারে অক্ষত অবস্থায় কামানটিকে উদ্ধার করা হয় মাটির তলা থেকে।

ইতিহাসবিদ গৌর মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের কামান সচরাচর মাটির উপর দেখা যায় না। অন্তত আমি তো দেখিনি। ১০ ফুট ৮ ইঞ্চি মতো মাপ রয়েছে। এটা ব্রিটিশ আমলে তৈরি। ১৭৬৪ সালে আইন পাস হয়েছিল যে অ্যামুনিশন ফ্যাক্টরী থেকে ডিজাইন পাস করতে হত। তারপর সেই অস্ত্র তৈরি করা হত। তৈরি হতে চার পাঁচ বছর সময় লাগে। এদিকে এই কামানটির বোল্টের উপর একটি অ্যাঙ্কলেট রয়েছে। এটা একটা আলাদা বিশেষত্ব।

ইতিহাসবিদদের ধারনা এটা তৈরি করার পরে সেটির ডিজাইনের বদল ঘটানো হয়েছিল।

এদিকে অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল, অফিসিয়াল ট্রাস্টি অব ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায় বুধবারই জানিয়েছিলেন, সিএসসি, পুলিশ, পুরসভা, স্থানীয়দের সহযোগিতায় ২৫০ বছরের বেশি পুরানো কামান মাটির তলা থেকে তুলতে পারলাম। কলকাতায় মনে হয় এই প্রথম মাটি খুঁড়ে কামান তোলা হল। এটা ব্রিটিশ আমলে তৈরি। প্রচুর কামান কলকাতার মাটির তলায় রয়েছে। সমস্ত মানুষের এই ঐতিহাসিক সামগ্রীর সংরক্ষণে এগিয়ে আসা দরকার।

দমদমে যশোর রোডের ধারে কীভাবে কামানটি এল? মনে করা হচ্ছে এখান থেকে ক্লাইভ হাউজের দূরত্ব প্রায় ১ কিমি। সম্ভবত কামানটি যুদ্ধের কাজে লাগানো হয়েছিল। পরে দমদম সেন্ট্রাল জেলে ঢোকার মুখে সেটি রাখা হয়েছিল। কামানটির এক ফুট মাটির উপরে ছিল। বাকি ৯ ফুট ৮ ইঞ্চি ছিল মাটির নীচে। সবটাই এবার খুঁড়ে বের করা হয়েছে।