Viral Video Of Modi & Qadri: ‘আমাকে ভুল প্রমাণিত করলেন আপনি’, পদ্মশ্রী শিল্পী কাদরির কথা শুনে হাসলেন মোদী

কর্ণাটকের হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরি গতকালই পদ্মশ্রী সম্মান ভূষিত হন রাষ্ট্রপতি ভবনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সব পদ্মশ্রী প্রাপকদের সঙ্গেই দেখা করেন, কথা বলেন। সেই সময়ই কাদরি তাঁর হাত ধরে বলেন, ‘আপনি আমাকে ভুল প্রমাণিত করলেন…’ কাদরির কথা শুনে হেসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথোপকথনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে সংবাদসংস্থা এএনআই। তা ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রধানমন্ত্রী মোদীকে ঠিক কী বলেছিলেন রশিদ আহমেদ কাদরি? (আরও পড়ুন: 6th Pay Commission Pen Down: আজ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন ডিএ আন্দোলনকারীরা, সমস্যায় পড়বেন বঙ্গবাসী?)

শিল্পী প্রধানমন্ত্রীর হাত ধরে বলেন, ‘আমি ইউপিএ সরকারের সময় পদ্ম সম্মানের আশা করেছিলাম, কিন্তু আমি তা পাইনি। আমি এই পুরস্কার পাওয়ার জন্য ১০ বছর ধরে অপেক্ষা করেছি। যখন বিজেপি সরকার ক্ষমতায় এল, তখন ভেবেছিলাম বিজেপিও আমাকে এই সম্মান দেবে না। আমি পদ্মশ্রী পাওয়ার আশা ছেড়ে দিই। কারণ, আমি ভাবতাম বিজেপি কখনও মুসলিমদের কিছু দেয় না। কিন্তু আপনি আমাকে ভুল প্রমাণিত করেছেন। আমি তাই আপনার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।’ কাদরির এই কথা শুনে প্রধানমন্ত্রী হাসিমুখে জো়ড়হাতচে তাঁকে নমস্কার করেন। (আরও পড়ুন: চিঠি পাঠানো হল হাই কোর্টের প্রধান বিচারপতির দফতরে, কী জানালেন ডিএ আন্দোলনকারীরা?)

প্রসঙ্গত, হস্তশিল্পী রশিদ আহমেদ কাদরির জন্ম ১৯৫৫ সালের ৫ জুন। তিনি বিদ্রি কারিগর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে সেই শিল্পকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়ে পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাঁর শিল্পকলার জন্য ১৯৮৪ সালে কর্নাটক রাজ্য পুরস্কার, ১৯৮৮ সালে জাতীয় পুরস্কার এবং ১৯৯৬ সালে জেলা রাজ্যোৎসব পুরস্কার পেয়েছিলেন রশিদ আহমেদ কাদরি। আর এবার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হল। উল্লেখ্য, এ বছর মোট ১০৬ জনকে পদ্মসম্মান দেওয়া হয়েছে। ভোটমুখী কর্ণাটক থেকে এবর মোট আটজনকে পদ্মসম্মানে ভূষিত করা হয়েছে। এদিকে ১০৬ পদ্মসম্মান প্রাপকদের মধ্যে বুধবার মোট ৫২ জনকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন পদ্মবিভূষণ, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সম্মান পেয়েছেন।