দেশে দ্বিতীয়বারের মতো পালিত হবে স্কাউট দিবস

‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যে দেশে দ্বিতীয়বারের মতো পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’। আগামী শনিবার (৮ এপ্রিল) দেশব্যাপী দিবসটি পালন করবেন বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্কাউটস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রধান কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব, অপরের প্রতি কর্তব্য এবং নিজের প্রতি কর্তব্য পালন– এই তিন মূলনীতির মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বব্যাপী স্কাউটিং পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা ২৪ লাখ ৩৪ হাজার। ২০৩০ সালের মধ্যে দেশে ৫০ লাখ স্কাউট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ সময় তিনি স্কাউট দিবস পালনের ঘোষণা দিয়ে এই দিবসের প্রেক্ষাপট ও দিবস উদযাপনের কর্মসূচি সবার সমানে তুলে ধরেন।

ড. মো. মোজাম্মেল হক খান বলেন, ‘১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল সারা দেশের স্কাউট নেতারা ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। তাই বাংলাদেশের স্কাউটের জাতীয় নির্বাহী কমিটির ২৪৮তম সভায় প্রতি বছর ৮ এপ্রিল ‘বাংলাদেশ স্কাউট দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপেক্ষিতে ২০২২ সালে প্রথমবারের মতো দেশে উদযাপিত হয় বাংলাদেশ স্কাউট দিবস।’ 

তিনি জানান, বাংলাদেশ স্কাউটস দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য ৮ এপ্রিল সকালে ইউনিট, উপজেলা, জেলা ও আঞ্চলিক কার্যালয়, প্রশিক্ষণকেন্দ্র এবং জাতীয় স্কাউট প্রাঙ্গণে পরিপাটি স্কাউট পোশাকে স্কাউট পতাকা উত্তোলন, র‌্যালি আয়োজন, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের জন্য সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ডে ক্যাম্প, স্মারক গ্রন্থ প্রকাশ, ডকুমেন্টরি প্রদর্শন, বেতার ও ইলেক্ট্রনিক মিডিয়ায় টক শো আয়োজন, ক্রোড়পত্র প্রকাশ, আলোচনা সভার আয়োজন, প্রতিষ্ঠাকালীন স্কাউটারদের সম্মাননা প্রদান, স্কাউট ওন ও গুডটার্ন।

এ সময় সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩ এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস) মো. ফসিউল্লাহ, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান, জাতীয় উপ-কমিশনার (পিআরএম) সুকান্ত গুপ্ত অলক, বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক উনু চিংসহ বাংলাদেশ স্কাউটসের অন্যান্য কর্মকর্তারা।