ভোট আমিও চাই, কিন্তু আধাসেনার দাবিতে আবার আদালতে যাব: শুভেন্দু

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন স্থগিত রাখার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ধাক্কা খেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে এই নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, আধাসেনা মোতায়েন ও মনোনয়ন পেশ নিয়ে আমি আদালতে আবার আবেদন করব।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আসন সংরক্ষণ নিয়ে আমি আদালতে গিয়েছিলাম। কিন্তু আমার রাস্তা এখনো খোলা আছে। আধাসেনা ও মনোনয়ন জমা দু’টোর জন্য আমি নতুন পিটিশন করব। সুপ্রিম কোর্ট বলেছে, হাইকোর্টের পর্যবেক্ষণকেই মানলাম। কারণ ভোট কাছে। আমরাও ভোট চাই। আধাসেনা ও মনোনয়ন জমার বিকল্প আমার কাছে খোলা আছে। আমরা আধাসেনার দাবি তুলব। আধাসেনা দিয়েই ভোট হবে’।

এদিন শুভেন্দুবাবুর আবেদন খারিজ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় হস্তক্ষেপ করতে পারে না আদালত। শুভেন্দুবাবুর কোনও বক্তব্য থাকলে তা তিনি রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে পারেন। রাজ্য নির্বাচন কমিশনই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শুভেন্দুবাবুর অভিযোগ ছিল, রাজ্যে আসন সংরক্ষণের জন্য তপশিলি জাতি ও উপজাতির গণনা বাড়ি বাড়ি গিয়ে হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির গণনা হয়েছে অনুমানের ভিত্তিতে।