ইন্ডিয়ান ব্যাঙ্ককে ৫৫ লাখ টাকা জরিমানা করল RBI, কারণটা কী

বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫৫ লাখ টাকা জরিমানা আরোপ করল ইন্ডিয়ান ব্যাঙ্কের উপর। KYC Directions, 2016 অনুসারে কিছু নথি তারা রিজার্ভ ব্যাঙ্কে জমা করেনি বলে অভিযোগ।

একটি প্রেস রিলিজে সেন্ট্রাল ব্যাঙ্ক জানিয়েছে, নিয়ম মেনে কিছু নথি জমা পড়েনি। তার জেরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর বিআই (RBI) সূত্রে খবর, ২০২০ সালের জুলাই মাসে আরবিআই ওই ব্যাঙ্কের নানা নথি যাচাই করে দেখেছিল। ব্যাঙ্কে একটি বড় প্রতারণার অভিযোগ পেয়েই আরবিআই ওই ব্যাঙ্কের নথি যাচাই করা শুরু করেছিল। সেই সময়ই নথি সংক্রান্ত কিছু অসংগতি ধরা পড়েছিল।

এরপর ওই ব্যাঙ্কের কাছে একটি নোটিশ পাঠানো হয়। ব্যাঙ্ককে শোকজ করে এই নোটিশ পাঠানো হয়েছিল। তাকে কেন জরিমানা করা হবে না তা নিয়ে প্রশ্ন করেই এই শোকজ করা হয়েছিল।

এরপর ব্যাঙ্ক এনিয়ে উত্তর দিয়েছিল। এরপর ব্যাঙ্কের আধিকারিকদের সঙ্গেও কথা বলে আরবিআই। পরে ইন্ডিয়ান ব্যাঙ্ককে জরিমানা করা হয় আর বিআইয়ের তরফে। আরবিআই তাদের নিজস্ব ক্ষমতা প্রয়োগ করে এই জরিমানা আরোপ করে। তবে এই জরিমানার সঙ্গে চুক্তি সম্পর্কিত কোনও ব্যাপার যুক্ত নয়। গ্রাহকদের সঙ্গেও এর কোনও সংযোগ নেই।

একটি প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমেই আরবিআই বিষয়টি জানতে পারে। তারপরই তারা এনিয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে শোকজ করে। পরে ব্যাঙ্কের সঙ্গে তারা কথাও বলেছিল। কিন্তু সেই কথাতে সন্তুষ্ট হতে পারেনি রিজার্ভ ব্যাঙ্ক। এরপরই তারা ইন্ডিয়ান ব্যাঙ্ককে জরিমানা করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup