আধ ঘণ্টায় ২০ হাজার সিট আপ! বয়স কমানোর যন্ত্রে ভয়ঙ্কর কাণ্ড ধনকুবেরের

বয়স কমানোর দিকে এগিয়ে চলেছেন ব্রায়ান জনসন। ৪৫ বছরের এই ধনকুবের নিজের বয়স ১৮তে নিয়ে যাবেন বলে অনেক দিন আগে থেকেই ঘোষণা করে রেখেছেন। সেই দাবি কতটা সত্যি আর তাতে কতটা জল, তা নিয়ে নানা মহলে সন্দেহ আছে। কিন্তু তার পরেও সারাক্ষণই সংবাদে থাকেন ব্রায়ান। 

কীভাবে বয়স কমানোর কথা তিনি বলেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোম্পানি বায়োটেকের সিইও ব্রায়ান। বয়স কমানোর লক্ষ্যে বিপুল পরিমাণে অর্থ খরচ করে চলেছেন তিনি। বহু দিন ধরেই মানুষের বয়স কমানোর একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি এবং তাঁর প্রতিষ্ঠান। প্রকল্পটির নাম ‘ব্লু প্রিন্ট’। নিজেদের প্রকল্পের পরীক্ষাগার হিসাবে নিজের শরীরকেই বেছেছেন ব্রায়ান। ৩০ জন বিশেষজ্ঞ এবং চিকিৎসককে নিয়ে ব্রায়ান একটি দল গঠন করেছেন। তাঁরা সকলে মিলে ব্রায়ানের শরীরের যাবতীয় পরিবর্তনের দিকে নজর রাখছেন। এবং তাঁরাই প্রতিনিয়ম এমন কিছু রাসায়নিক তাঁর শরীরে প্রবেশ করাচ্ছেন, যাতে ব্রায়ানের বয়স কমতে থাকে।

কিন্তু এখানেই শেষ নয়। ব্রায়ান জানিয়েছেন, এর পাশাপাশি নানা যন্ত্রেরও সাহায্য নিচ্ছেন তিনি। তার মধ্যে একটি যন্ত্রের ভিডিয়ো তিনি হালে প্রকাশ করেছেন। সেই যন্ত্র নাকি তাঁর শরীরে এমন প্রভাব ফেলে, যাতে মনে হয়, তিনি আধ ঘণ্টায় ২০ হাজার সিট আপ দিয়েছেন। তাঁর কথায়, এটা নেওয়ার পরে মনে হয়, পেটটা পুরো ফেটে বেরিয়ে আসছে। কিন্তু ব্রায়ান জানিয়েছেন, বয়সের চাকা উলটো দিকে ঘোরানোর যে পথে তিনি হাঁটছেন, সেখানে এই যন্ত্র তাঁর দারুণ উপকার করছে। 

এই সব কাজের জন্য বছরে প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার খরচ করছেন তিনি। আগে তাঁর গবেষক দলের তরফে দাবি করা হয়েছিল, পৃথিবীতে এমন কোনও মানুষ নেই, যাঁর বয়স ৪৫ বছর, কিন্তু অঙ্গের বয়স ৩৫ বছর। আর কিছু দিনের মধ্যেই নাকি ব্রায়ান সেই জায়গায় পৌঁছে যাবেন। এবং সারা বিশ্বই হয়তো একদিন জানবে, বয়স কমানো সম্ভব, মৃত্যু এড়ানো সম্ভব। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)