চবির আবাসিক হল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শামসুন্নাহার আবাসিক হল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেনি বিশ্ববিদ্যালয়।

শনিবার (৮ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ছাত্রী চবি ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।’

চবি মেডিক্যালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, ‘চবি মেডিক্যালে নিয়ে আসার সময়ও তিনি বেঁচে ছিলেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।’

এদিকে শামসুন্নাহার হল সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গলায় ফাঁস দেওয়ার সময় তার স্বামী আবাসিক হলটির নিচে অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।