মত্ত অবস্থায় প্রতিবেশী নাবালকের ধর্ষণে গর্ভবতী পঞ্চম শ্রেণির ছাত্রী

বৃহস্পতিবারই ১২ বছরের এক নাবালিকার গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরই মধ্যে আলিপুরদুয়ার থেকে একই রকম খবর। এবার মত্ত প্রতিবেশী নাবালকের ধর্ষণে এক পঞ্চম শ্রেণির ছাত্রী গর্ভবতী হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আলিপুরদুয়ার মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। ওদিকে ঘটনা মিটমাট করে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

নাবালিকার পরিবারের তরফে জানা গিয়েছে, সম্প্রতি নানা শারীরিক উপসর্গ দেখা দিতে পারে তার। স্থানীয় হাসপাতালে গেলে চিকিৎসকরা জানান নাবালিকা গর্ভবতী। এর পর নাবালিকা পরিবারের সদস্যদের জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে তাঁর ওপর যৌন নির্যাতন চালাত প্রতিবেশী নাবালক।

নাবালিকার পরিবারের অভিযোগ, গ্রামীণ এলাকায় বেলা বাড়লে সবাই যে যার মতো কাজে বেরিয়ে যান। তখন বাড়িতে হাঁড়িয়ার আসর বসায় যুবক। এর পর মত্ত অবস্থায় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশীকে যৌন নির্যাতন করে সে। একবার ধর্ষণেরও শিকার হয় নাবালিকা। মুখ বন্ধ রাখতে নাবালিকাকে নানা রকম লোভনীয় খাবার দিত সে।

ঘটনা জানাজানি হওয়ার পর থেকে নাবালিকা গৃহবন্দি। ওদিকে এই ঘটনা মিটমাট করতে স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত সদস্য গ্রামে শালিসি সভা ডাকে বলে অভিযোগ। তবে সেখানে অনুপস্থিত ছিল নাবালকের পরিবার। যদিও শালিসি সভা ডাকার কথা অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

এই ঘটনায় নাবালকের বিরুদ্ধে আলিপুরদুয়ার মহিলা থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। ওদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে বেপাত্তা অভিযুক্ত নাবালক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।