শুভেন্দুর সভার আগে পতাকা টাঙানো নিয়ে তৃণমূল – বিজেপি সংঘর্ষ ময়নায়

রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের অন্যতম উপকেন্দ্র পূর্ব মেদিনীপুরের ময়নায় শুভেন্দু অধিকারীর সভার আগে উত্তেজনা। তৃণমূলের পতাকা ছিঁড়ে মাটিতে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ময়নার ইজমালি চকে তৃণমূল – বিজেপি সংঘর্ষ বাঁধে। তখন তৃণমূলের পতাকা ছেঁড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

আদালতের অনুমতিতে শনিবার ময়নার বাকচায় সভা করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার আগে শুক্রবার রাতে এলাকায় দলীয় পতাকা বাঁধছিলেন বিজেপির কর্মীরা। তখনই ইজমালি চকে তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়।

বিজেপির দাবি, ‘শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে শুক্রবার আমাদের কর্মীরা এলাকায় দলীয় পতাকা টাঙাচ্ছিলেন। তা দেখে পালটা পতাকা টাঙানো শুরু করে তৃণমূলও। তখন আমাদের কর্মীরা প্রশ্ন করেন, তৃণমূলেরও কি কোনও কর্মসূচি রয়েছে? নইলে শুধু শুধু বিবাদের পরিস্থিতি তৈরি করা হচ্ছে কেন? তখনই তৃণমূল কর্মীরা হামলা চালায়। হাতাহাতিতে কিছু পতাকা খুলে মাটিতে পড়ে যায়। তৃণমূলের পতাকা কেউ ছেঁড়েনি।’

পালটা তৃণমূলের দাবি, তৃণমূলের পার্টি অফিসের সামনে বিজেপি কর্মীরা পতাকা টাঙানোয় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।