Laylat al-Qadr 2023: লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য একনজরে, রমজান মাসে এই বিশেষ রাত কেন পালিত হয়

লাইলাতুল কদর হল সর্বোত্তম রাত। ইসলামিক ক্যালেন্ডারে এই রাতকেই সর্বোত্তম হিসাবে পরিগণিত করা হয়। মনে করা হয়, রমজানের মধ্যে এই রাতটিতেই পবিত্র কোরানের প্রথমাংশ নবী মহম্মদকে শুনিয়েছিলেন আল্লাহ। অ্যাঞ্জেল জিবরায়েল বা গ্যাবরিয়েলের মধ্য দিয়ে এই ঘটনা ঘটে বলে জনা যায়। উল্লেখ্য, রমজানের শেষ ১০ রাতের মধ্যে এই রাত আসে। ফলে এই রাতের সঠিক তারিখ ও সময় এখনও পর্যন্ত অজানা।

মূলত, মৌলিক সংখ্যার রাতে এই বিশেষ রাত আসে বলে মনে করা হয়। যেমন পবিত্র এই মাসের ২১,২৩,২৫,২৭,২৯ তারিখগুলি সেই মৌলিক সংখ্যার রাত হিসাবে উঠে আসতে পারে। ইসলামধর্মাবলম্বীরা মনে করেন, এই বিশেষ রাতে শুভ কোনও কাজ করলে তার ফলও শুভ হয়। এই সময় ভালো কাজ করা হয়ে থাকে। যে ভালো কাজ এই রাতে করা হয়, তার কয়েকগুণ ভালো ফের ফিরে আসে ঝুলিতে। এমনই বিশ্বাস রয়েছে ইসলামধর্মে। এই গোটা রাত ধর্মীয় নানান বিষয় পাঠ করে অনেকে অতিবাহিত করেন। অনেকেই গোটা রাত পবিত্র কোরান পাঠ করেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ করে এই সময়কাল কাটান অনেকে। অনেকেই এই সময় আল্লাহর কাছে ক্ষমা চান। নিজের সমস্ত অজান্তে পাপের জন্য এই সময় অনেকেই আল্লাহের কাছে মাফ চেয়ে নেন। 

( চৈত্রের চাঁদি ফাটা গরমে শরীর ঠান্ডা রাখতে এই খাবারগুলি পাতে রাখছেন তো?)

( নাকের আঘাতে হেমাটোমায় আক্রান্ত হন কাঞ্চনা! এই রোগ নিয়ে সতর্ক হতে কী কী লক্ষণীয়)

এছাড়াও এই বিশেষ রাতে আল্লাহর থেকে মাফি চেয়ে নিতেও কেউ যেমন ভোলেননা, তেমনই আশীর্বাদ নিতেও কেউ ভোলেননা। বলা হচ্ছে, রসুলউল্লাহ (সা.) শেষ ১০ দিন ইতিকাফরত থেকে নিজেকে খুব বেশি ইবাদত বন্দেগিতে নিমগ্ন করে রাখতেন। এছাড়াও তিনি পরিবার ও ঘনিষ্ঠদের সকলকেই ইবাদত করার জন্য উৎসাহিত করতেন। বলা হচ্ছে, নবীজি বলেছেন, যদি কেউ তাঁর কবরকে আলোকময় করতে চান, তাহলে শবে কদরে জাগ্রত থেকে ইবাদত করার কথা বলা হচ্ছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup