PM Modi releases tiger census data: ‘৬.৭৪% বৃদ্ধি’, দেশে বর্তমানে কটা বাঘ রয়েছে? পরিসংখ্যান প্রকাশ মোদীর

ইন্দিরা গান্ধীর চালু করা প্রোজেক্ট টাইগার প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ বান্দিপুর টাইগার রিজার্ভে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাছাড়াও আজ একাধিক কর্মসূচিতে অংশ নেন মোদী। টাইগার রিজার্ভের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘কোমেমোরেশন অফ ফিফটি ইয়ার্স অফ প্রজেক্ট টাইগার’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে তিনি ‘অমৃত কাল কা ভিশন ফর টাইগার কনজারভেশন’ প্রকাশ করেন। ম্যাজেনমেন্ট এফেকটিভ ইভ্যালুয়েশন অফ টাইগার রিজার্ভস-এর পঞ্চম রিপোর্ট এটি। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিপোর্ট বলছে, গত পাঁচ দশকে চোরাশিকারিদের থেকে অনেকটা রক্ষা পেয়েছে বাঘেরা। এদিকে বাঘেদের বাসস্থানও সেভাবে আর ধ্বংস করা হয়নি বিগত ৫০ বছরে। দেশের বিভিন্ন জঙ্গলে বর্তমানে প্রায় ৩ হাজার বাঘ রয়েছে। আজ অনুষ্ঠানে বাঘেদের সংরক্ষণ নিয়ে সরকারি পদক্ষে নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। (আরও পড়ুন: প্রোজেক্ট টাইগারের অর্ধশতবর্ষে ক্যামোফ্লাজ টি-শার্ট পরে সাফারি মোদীর, ভাইরাল ছবি)

আজ ২০২২ সালে বাঘেদের আদমসুমারির রিপোর্ট প্রকাশ করেছেন মোদী। দেশে বাঘের সংখ্যা ২০১৮ সালের তুলনায় ৬.৭৪ শতাংশ বেড়েছে বলে জানান তিনি। বর্তমানে দেশে বাঘেদের সংখ্যা ৩ হাজার ১৬৭। ১৯৭২ সালে এই সংখ্যা ছিল মাত্র ১,৮২৭। সেই সংখ্যা দেখেই ইন্দিরা গান্ধী প্রোজেক্ট টাইগারের সূচনার পরিকল্পনা করেছিলেন। এদিকে মাইসোরে কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটির অনুষ্ঠানে যোগ দেন মোদী। দেশের ওয়াইল্ড লাইফ নিয়ে সেখানে একটি প্রদর্শনী হচ্ছে। সেই প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে টাইগার প্রজেক্টের ৫০ বছর পূর্তির স্মরণে তিনি একটি বিশেষ কয়েনও প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী।

আরও পড়ুন: পূর্ব ভারতের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে কবে? এল বড় আপডেট, জানুন রুট

এদিকে আজ মুদুমালাই টাইগার রিজার্ভেও যান প্রধানমন্ত্রী। সেখানে হাতির ক্যাম্পে গিয়ে মাহুত, কাভাড়িদের সঙ্গে দেখা করেন মোদী। প্রসঙ্গত, এই মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পেই শুটিং হয়েছিল অস্কার জয়ী ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ ডকুমেন্টারির। থেপ্পাকাড়ু হাতি ক্যাম্পে ডকুমেন্টারির অন্যতম চরিত্র তথা অনাথ হাতি রঘুর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। এর আগে অবশ্য আজ বন্দিপুর জঙ্গলে মোদী প্রায় ২০ কিলোমিটার সাফারি করেছেন জিপে চেপে। তাঁর হাতে ছিল বাইনোকুলার ও বিশাল লেন্সের ক্যামেরা। সাফারির পাশাপাশি আজ একাধিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিকে মোদীর সাফারির বহু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।