একদিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, পড়লেন পডুয়াদের বিক্ষোভের মুখে

একই দিনে দু’বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে গাড়ি ঘুরিয়ে হঠাৎ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন তিনি। বৈঠক করেন উপাচার্য ও রেজিস্ট্রারের সঙ্গে। তার পর বেরিয়ে যান বিশ্ববিদ্যালয় থেকে। দুপুর নাগাদ আবার তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন। তবে এবার ঢোকার সময় পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যাপাল বোস।

সোমবার সকাল ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে আসেন রাজ্যপাল। দেখা করতে চান উপাচার্যের সঙ্গে। সে সময় উপাচার্য ছিলেন না। রাজ্যপাল তাঁর জন্য খানিক ক্ষণ অপেক্ষা করেন। খবর পেয়ে তিনি তড়িঘড়ি ক্যাম্পাসে চলে আসেন। উপাচার্য এলে তাঁর সঙ্গে কুড়ি মিনিট কথা বলেন। তার পর চলে যান।

দুপুর ফের ফিরে আসেন তিনি। কিন্তু এবার ঢোকার মুখে ছাত্র সংগঠন ডিএসও-র বিক্ষোভের মুখে পড়েন। তারা জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিছু ক্ষণের জন্য রাজ্যপালের গাড়ি আটকে যায়। পরে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি।

কেন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার রাজ্যপাল

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে একটি বৈঠক ছিল। এই বৈঠকের শেষে রাজ্যপালের উপস্থিত থাকার কথা ছিল তা আগেই জানানো হয়েছিল। রাজ্যপাল আসছেন জেনে আবার বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের ডেকে পাঠানো হয়। তাঁরা এলে বৈঠক হয় রাজ্যপালে সঙ্গে।

সূত্রে খবর, রাজ্যপাল পডুয়াদের সঙ্গে আলাদা করে কথা বলেন।