শুধু পুরসভায় চাকরি দিয়ে ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল, ভাগ হয়েছে ৭৫ – ২৫

১২ কোটি নয়, শুধুমাত্র পুরসভাতে চাকরি দিতেই ৪০ কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। যার মধ্যে ৭৫ শতাংশ টাকা গিয়েছে প্রভাবশালীদের কাছে। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটারকে জেরা করে এমনই জানতে পেরেছে ইডি। ইডি সূত্রে খবর, সমস্ত তথ্য রিপোর্ট আকারে আদালতে পেশ করতে চলেছে তারা।

ইডির গোয়েন্দারা জানাচ্ছেন, অয়ন শীলকে জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জেরায় ধৃত স্বীকার করেছে শুধুমাত্র পুরসভায় চাকরি দেওয়ার জন্য ৪০ কোটি টাকা তুলেছিল সে। এই টাকার ২৫ শতাংশ নিয়েছেন তিনি। বাকি ৭৫ শতাংশ গিয়েছে প্রভাবশালীদের কাছে। কোন প্রভাবশালীর কাছে কত টাকা গিয়েছে? কার সুপারিশে কোন পদে চাকরি হয়েছে সমস্ত তথ্যসহ রিপোর্ট পেশ করতে চলেছে তারা।

গোয়েন্দারা জানিয়েছেন, জেরায় অয়ন শীল স্বীকার করেছে ৪০ কোটি টাকার মধ্যে তাঁর কাছে রয়েছে ১০ কোটি। বাকি ৩০ কোটি গিয়েছে সুপারিশ কর্তাদের কাছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গত মার্চে শান্তনুঘনিষ্ঠ অয়ন শীলের খোঁজ পায় ইডি। হুগলির চুঁচুড়ার বাসিন্দা অয়নের তৈরি বহুতলে ২টি ফ্ল্যাট রয়েছে শান্তনুর। সেই ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে অয়নকে জেরা শুরু করেন তাঁরা। এর পর তাঁরা খোঁজ পান অয়নের বিধাননগরের অফিসের। সেখানে তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠে তদন্তকারীদের। স্পষ্ট হয়ে যায়, কতটা সুপরিকল্পিতভাবে করা হয়েছিল দুর্নীতির পরিকল্পনা। এমনকী রাজ্যের ৭০টি পুরসভায় নিয়োগেও যে অয়নের ভূমিকা প্রকাশ্যে আসে তখনই। এর পর ইডির তদন্তকারীরা জানান, অয়নের অফিস যেন সোনার খনি।