হতাশার রাতে মেজাজ হারালেন রোনালদো

সৌদি প্রো লিগে হতাশার রাত কাটিয়েছে আল নাসর। আরও স্পষ্ট করে বললে দলটির প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। ১৮টি চেষ্টার পরও দলটি আল ফেইহার বিপক্ষে গোলের দেখা পায়নি। রোনালদো নিজেও গোলের সুযোগ মিস করেছেন। তাতে গোল শূন্য ড্রয়ে শিরোপা জয়ের পথে বড় ধাক্কা খেয়েছে তারা।

ম্যাচের পর রোনালদো সেই হতাশা গোপনও করেননি। বরং ক্ষোভ উগড়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। জড়িয়েছেন তর্কে। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীকে দেখা যায়, প্রতিপক্ষ খেলোয়াড় আল জাকানকে বলছেন, ‘তোমরা কী খেলতে চাও না নাকি’। রোনালদোর এমন মন্তব্য মূলত শেষ দিকে আল ফেইহার সময় অপচয় করার দিকেই ইঙ্গিত করেছে। অবশ্য আল জাকানও চুপ করে থাকেননি। রোনালদোকে পাল্টা উত্তর দিতে দেখা গেছে তাকে।

শেষ বাঁশি বাজার পর দেখা গেছে, সতীর্থরা যখন প্রতিপক্ষের সঙ্গে সৌজন্যমূলক করমর্দনের জন্য মাঠে হাজির। সেই রীতির তোয়াক্কা না করে পর্তুগিজ যুবরাজ সরাসরি টানেলের দিকে চলে গেছেন! এর আগেই তর্কে জড়ান আল জাকানের সঙ্গে।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর অন্যান্য খেলোয়োড়দের মাঝেও মেজাজ হারানোর প্রবণতা দেখা দিয়ে যাচ্ছিল। তার পর আল নাসর কোচ রুডি গার্সিয়াকে মাঠে প্রবেশ করে রেফারির কাছে প্রতিবাদ করতে দেখা গেছে।

অবশ্য রোনালদো যেসব কারণে এভাবে মেজাজ হারান। সেটি বিশ্লেষণ করলে এটি অস্বাভাবিকও নয়। গত ম্যাচে রোনালদোর জোড়া গোলে জিতেছিল আল নাসর। আজ স্কোরশিটে নাম তুলতে পারেননি। দল পয়েন্ট ভাগাভাগি করায় শীর্ষে থাকা আল ইতিহাদের চেয়ে তিন পয়েন্টে পিছিয়ে গেছে তারা। আল ফাইহার অবস্থান দশম।