Covid Origins: কোভিডের উৎস কোথায়? হাতে এল টাটকা প্রমাণ, ‘নেচার’-এর গবেষণায় তুমুল আলোড়ন

কোভিড শুরুর সময় থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল চিন। সে দেশেরই এক পশু বিক্রির বাজার থেকে নাকি ছড়িয়েছে করোনা ভাইরাস। দাবি ছিল এমনটাই। ২০২০ সালে সেই বাজার ঘুরে বিজ্ঞানীরা নমুনাও সংগ্ৰহ করেন। উদ্দেশ্য, পরীক্ষা করে দেখা আদৌ কোনও ভাইরাসের কেন্দ্র কিনা হুয়ানানের সেই বাজার‌। তিন বছর অক্লান্ত গবেষণার পর সম্প্রতি সেই রিপোর্ট প্রকাশিত হল।

হুয়ানানের সামুদ্রিক খাবার ও বন্যপ্রাণীর বাজারকে কেন্দ্র করেই এই গবেষণা চলে। সম্প্রতি প্রকাশিত গবেষণায় দেখা যায়, বন্যপ্রাণীদের থেকে সংগৃহীত নমুনাতেই ছিল করোনার অস্তিত্ব। বিখ্যাত বিজ্ঞান পত্রিকা নেচারে প্রকশিত হয় গবেষণাপত্রটি। বিজ্ঞানীরা জানান, পশু বাজারের থেকে ২০২০ সালেই সংগ্ৰহ করা হয়েছিল বেশ কিছু নমুনা। সেই নমুনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষানিরীক্ষার পরেই দেখা যায়, প্রাণীগুলি করোনা পজিটিভ। 

আরও পড়ুন: খাওয়ার সময় জল খান? এটি আদৌ শরীরের পক্ষে ভালো নাকি খারাপ! জানুন

আরও পড়ুন: গরমে কলারের দাগ তুলতেই নাজেহাল? ছোপ তোলার খুব সহজ একটা রাস্তা জেনে নিন

২০১৯ সাল থেকে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে শুধুমাত্র একটি ভাইরাসের কারণে‌। সারা বিশ্বের কাছে ত্রাস হয়ে উঠেছে একবিংশ শতাব্দীর ভয়ঙ্করতম ভাইরাস। কিন্তু কীভাবে কোভিড ছড়িয়ে পড়ল সারা বিশ্বে? কোথা থেকেই বা এর উৎস? চিনেই প্রথম ধরা পড়ে রোগটি। সে দেশেই দ্রুত ছড়িয়ে পড়েছিল করোনা। পরে ধীরে ধীরে বাকি দেশেও সংক্রমণ ছড়াতে শুরু করে এই মারণ ভাইরাস‌। গবেষণায় পাওয়া নয়া ফলাফল দেখে বিজ্ঞানীদের মত, এই সব প্রশ্নের উত্তর পাওয়া আরও সহজ হবে এবার। কারণ আর কিছুই নয়। পশু বাজারে ভাইরাসের অস্তিত্ব মেলায় সেখান থেকে কোভিড ছড়ানোর প্রমাণ এত দিনে স্পষ্ট। এই সূত্র ধরেই এবার এগিয়ে যাবে পরবর্তী গবেষণা।

আরও পড়ুন: কাঁচের আসবাব থেকে দাগ উঠছে না কিছুতেই? আসল কায়দাটা হয়তো জানেন না বলেই

আরও পড়ুন: COVID-এর মতো মহামারি আগাম মোকাবিলা করা যাবে এবার, শুরু নয়া গবেষণা

এর পরবর্তী ধাপে কী নিয়ে চলবে পরীক্ষানিরীক্ষা? নেচারে প্রকাশিত গবেষণাপত্রের ফলাফল দেখে বিশেষজ্ঞমহলের মত, করোনা কীভাবে ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, আগামী দিনে তার উত্তর পাওয়া যাবে। হুয়ানানের সেই পশু বাজারের পর কোন কোন অঞ্চল হয়ে মারণ ভাইরাস চিনের সীমানা পাড়ি দিল সেই ধারণাও স্পষ্ট হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। কোভিড নিয়ে বহুচর্চিত প্রশ্নগুলির এবার এক এক করে সমাধান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।  

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup