Google Pay accidently gives ₹80,000: Google Pay থেকে ৮০,০০০ টাকা পেয়ে গেলেন অনেকে! কাদের থেকে ফেরত নেওয়া হল না অর্থ?

Google Pay-তে ‘বেটার লাক নেক্সট টাইম’ দেখে অনেকেই অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু এবার এমন কাণ্ড ঘটল, যা দেখে হতবাক হয়ে গেল নেটপাড়া। কয়েকজন নেটিজেনের দাবি, তাঁদের অ্যাকাউন্টে গুগল পে থেকে আচমকা ৮০,০০০ টাকা (ভারতীয় মুদ্রায়) চলে আসে। যদিও কিছুক্ষণ পর সেই টাকা ফেরতও নিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন ওই নেটিজেনরা। যাঁরা ততক্ষণে সেই টাকা খরচ করে ফেলেছেন বা অন্য কাউকে টাকা পাঠিয়ে দিয়েছেন, তাঁদের অবশ্য সোনায় সোহাগা হয়ে গিয়েছে। কারণ গুগল পে’র ত্রুটির কারণে সেই ঘটনা ঘটেছেন বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

একাধিক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্তের গুগল পে ব্যবহারকারীরা দাবি করেছেন যে ১০ মার্কিন ডলার থেকে ১,০০০ মার্কিন ডলার পেয়ে যান (ভারতীয় মুদ্রায় ৮০,০০০ টাকা)। তবে তাঁদের আনন্দ দীর্ঘস্থায়ী হয়। মিশাল রহমান নামে এক নেটিজেন দাবি করেন, গুগল পে থেকে তাঁর অ্য়াকাউন্টে ৪৬ মার্কিন ডলার চলে এসেছে। যা পরবর্তীতে ফেরত নিয়ে নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গুগল পে জানিয়েছে যে ভুলবশত সেই টাকা দেওয়া হয়েছিল। সেটা ফিরিয়ে নেওয়া হচ্ছে। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)