Supreme Court: কোভিড চিকিৎসায় রেমডেসিভির,ফ্যাভিপিরাভিন ব্যবহারের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

কোভিডের চিকিৎসায় রেমডেসিভির ও ফ্যাভিপিরাভির ব্যবহার নিয়ে দুটি মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অভিযোগ ছিল, কোনও রকমের অনুমোদন ছাড়াই ওই দুই ওষুধ ব্যবহার করা হচ্ছে বলে। সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছে মামলা। আর সেই মামলাই এবার খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। 

উল্লেখ্য, এই দুই ওষুধ ব্যবহারের মামলায় ২০২০ অক্টোবরে তৎকালীন প্রধান বিচারপতি একটি নোটিস ইস্যু করেছিলেন। এদিকে, সোমবার ওই দুই ওষুধ ব্যবহারের নিরিখে তোলা অভিযোগের ভিত্তিতে দায়ের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রডূড়, পিএস নরসিংহ,  জেপি পারদিওয়ালার বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, কীভাবে এই মামলার নিরিখে নোটিস ইস্যু হতে পারে, তা নিয়ে। উল্লেখ্য, এই মামলার আবেদন করেছিলেন এম এল শর্মা। এই আইনজীবীর দাবি ছিল, সিবিআই যাতে দশটি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাদের বিরুদ্ধে রেমডেসিভির তৈরি ও বিক্রির অভিযোগ ছিল কোনও লাইসেন্স ছাড়া। লাইসেন্স ও অনুমোদন ব্যতীত এই সংস্থাগুলি কীভাবে ওই ওষুধ প্রস্তুত করছে বা তা দিয়ে কীভাবে চিকিৎসা হচ্ছে, তা নিয়ে ছিল মামলা।

( বোঝো ঠ্যালা! ৮০ হাজার টাকার জুতো ভুল সাইজে কিনলেন ব্যক্তি, ফেরত নিচ্ছে না দোকান) 

( শুধু শরীর ঠান্ডাই নয়, মৌরি-মিছরির জলে রয়েছে নানান গুণ! গরমে মিলবে বহু উপকার)

নিজের আবেদনে এম এল শর্মা এই সংস্থাগুলির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছিলেন। আবেদনকারীর দাবি ছিল যে, এই ওষুধগুলি বিশ্বের কোনও দেশ অনুমোদনই করেনি কোভিডের চিকিৎসার জন্য। তিনি কোর্টকে জানিয়েছেন, এই ওষুধগুলি ট্রায়ালে রয়েছে, অনুমোদন পায়নি। এর আগে, ২০২০ সালে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবড়ে, বিচারপতি এএস বোপান্না, ভি রামাসুব্রহ্মণিয়ামের বেঞ্চে শুনানি হয়। এই আবেদনের নিরিখে ইস্যু করা হয় নোটিস।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup