বাঁশদ্রোণীতে কাঠের গুদামে ভয়াবহ আগুন, দমকল দেরিতে আসার বিক্ষোভের মুখে কাউন্সিলর

কলকাতা লাগোয়া বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে কাঠের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকাল সওয়া দশটা নাগাদ ব্রহ্মপুরের শেখপাড়ায় উমেশ টিম্বার নামে একটি কাঠের গুদামে আগুন লাগে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত খবর দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি করেছে দমকল। এই অভিযোগে স্থানীয় কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকাল সওয়া ১০টা নাগাদ আগুনের প্রথম শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন স্থানীয়রা। কিন্তু দমকল আসতে দেরি করায় বিশাল কাঠের গুদাম পুরোটা জ্বলতে থাকে। আগুনের শিখায় পুড়ে যা একাধিক বড় গাছ। এমনকী লাগোয়া একটি বাড়ির তিন তলায় ছাদ ঢালাই হয়েছিল। সেই ঢালাইয়ের সেন্টারিংয়ের কাঠ পর্যন্ত জ্বলতে থাকে। শোনা যায় বিস্ফোরণের শব্দ।

স্থানীয়দের অভিযোগ দ্রুত খবর দেওয়া হলেও দমকল পৌঁছেছে দেরিতে। যার জেরে আগুন বিকট আকার ধারণ করেছে। এর পর একে একে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। শেষ খবর অনুসারে, দমকল আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। ঘটনায় এখনও হতাহতের খবর নেই।