OMR sheet found: বেহালায় চুড়িদারের বাক্সে উদ্ধার ওএমআর শিট , নিয়োগ দুর্নীতি যোগ নেই, তবে কার?

বেহলার এক চুড়িদারের দোকান থেকে ওএমআর শিট উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সন্ধ্যায় ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতে একটি দোকানে চুড়িদারের বাক্সের মধ্যে থেকে শিটগুলি উদ্ধার হয়।

জানা গিয়েছে, ওই বিক্রেতা পাইকারি বাজার থেকে চুড়িদার কিনে এনে দোকান সাজাচ্ছিলেন। সেই সময় বাক্সের মধ্যে থেকে ওই ওএমআর শিটগুলি উদ্ধার করেন। দেখেই চাঞ্চল্য ছড়ায় ওই শিটগুলি নিয়ে।

পরে দেখা যায় শিটগুলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। উত্তরপত্রের উপরেই তা লেখা ছিল। ২০১৬ ও ২০১৮ সালে পরীক্ষার উত্তরপত্র। দুর্নীতির সঙ্গে যুক্ত ওএমআর শিট ওগুলি নয়। পুলিশ এসে ওই শিটগুলি নিয়ে যায়। প্রশ্ন হল, শিটগুলি কী করে ওখানে এল? এই উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশও। উত্তরপত্রগুলি কী করে ওখানে গেল তা জানার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।

অনেক সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক পুরনো হয়ে যাওয়া এবং অপ্রয়োজনীয় নথি অন্যত্র সরিয়ে ফেলে বা বিক্রিও করে দেওয়া হয়। এক্ষেত্রেও কি সেরকমই কিছু হয়েছিল কি না তা বোঝার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত এর আগেও ফুটপাত থেকে উদ্ধার হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিট। গড়িয়াহাটের ফুটপাত থেকে মেলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যার উত্তরপত্র।

এই ওএমআর শিট উদ্ধার করাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শিটগুলি পুলিশের হাতে যাওয়া খুশি নয় বিজেপি। তাদের দাবি সিবিআইয়ের হাতে ওই তথ্যগুলি তুলে দেওয়া উচিত ছিল। অন্য দিকে তৃণমূল বলেছে, পুলিশ তথ্য বিকৃত করতে চাইলে এই শিট উদ্ধারের কথা জানাতই না।