‘গরু – কয়লা পাচারের টাকা ফুরিয়ে গিয়েছে বলে জাতীয় দলের স্বীকৃতি হারিয়েছে তৃণমূল’

গরু ও কয়লা পাচারের টাকা ফুরিয়ে যাওয়ায় জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল। মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির এক মিছিলে যোগদান করে এমন দাবি করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

দুর্গাপুর পুরসভার মেয়াদ ফুরিয়ে গেলেও সেখানে নির্বাচন করাচ্ছে না রাজ্য সরকার। দুর্গাপুর পুরসভায় নির্বাচন করানোর দাবিতে মঙ্গলবার সেখানে বিশাল মিছিল করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তৃণমূলের জাতীয় দলের স্বীকৃতি হারানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, ‘আমাদের পঞ্চতন্ত্রে একটা গল্প আছে, পুনর্মুষিকভবঃ। তৃণমূলের তাই হয়েছে। তৃণমূল বাংলার দল হয়ে গিয়েছে। আমরা এটাই চেয়েছিলাম। গরু পাচার – কয়লা পাচারের টাকায় বিভিন্ন রাজ্যে কয়েকজন করে রাজনৈতিক নেতাকে কিনে জাতীয় দল হওয়ার স্বপ্ন দেখেছিল তৃণমূল। এখন টাকা ফুরিয়ে গিয়েছে বলে জাতীয় দলের স্বীকৃতিও চলে গিয়েছে।’

সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেয় নির্বাচন কমিশন। এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলকে লাগাতার আক্রমণ করে চলেছে বিরোধীরা। তাদের দাবি, আগামী দিনে পাড়ার রাজনৈতিক দলে পরিণত হবে তৃণমূল। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের চিন্তা ভাবনা করছে তৃণমূল কংগ্রেস।