IPL 2023: ‘It’s Ridiculous’, Ravi Shastri Frustrated With Indian Quicks’ Recurring Injuries, Know In Details


মুম্বই: শুরুটা হয়েছিল যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) দিয়ে। পিঠের চোটের জন্য যিনি আইপিএল (IPL 2023) থেকে ছিটকে গিয়েছিলেন। সেই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। আইপিএলের আগে বা টুর্নামেন্ট শুরু হওয়ার পর একের পর এক ভারতীয় পেসার চোটের কবলে। যা নিয়ে ক্ষুব্ধ রবি শাস্ত্রী (Ravi Shastri)। জাতীয় দলের প্রাক্তন কোচ বলেছেন, গোটা পরিস্থিতি হাস্যকর। হতাশাজনক।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, ‘সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।’

এই নিয়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত পাঁচ মাসে চারবার মাঠ ছাড়তে হল চাহারকে। গত বছরের ডিসেম্বরে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিন ওভার বল করে মাঠ ছেড়েছিলেন চাহার। তারপরই তিনি এনসিএ চলে যান। বেঙ্গালুরুর যে অ্যাকাডেমিতে ক্রিকেটারেরা রিহ্যাবিলিটেশনের জন্য গিয়ে থাকেন। ২০২২ সালের বেশিরভাগ সময়ই চাহার কাটিয়েছেন এনসিএ-তে।

তবে চাহার একা নন। যশপ্রীত বুমরা, নবদীপ সাইনি, কুলদীপ সেন, মহসিন খান। যশ দয়াল। সম্প্রতি চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে, এরকম ভারতীয় পেসারদের সংখ্যা কম নয়। বুমরা মাঠে ফেরার চেষ্টাও করেছেন। কিন্তু সফল হননি।

 

শাস্ত্রী বলেছেন, এদের কারও পরিশ্রমই মাত্রাতিরিক্ত হয়নি। এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ফিট ঘোষণা করার পর ফের চোট পেয়েছেন। শাস্ত্রী বলেছেন, ‘এত চোট পাওয়ার মতো ক্রিকেট খেলছে না কেউই। টানা চারটি ম্যাচ খেলতে পারছে না কেউ। তাহলে এনসিএ কেন যাচ্ছে? যাচ্ছে, ফিট হয়ে আসছে, তারপর তিন ম্যাচের পর ফের চোট পাচ্ছে। আবার এনসিএ চলে যাচ্ছে। তাহলে আগে নিশ্চিত করো যে তুমি ফিট। তা নাহলে বিষয়টা হতাশাজনক হয়ে যাচ্ছে। শুধু দলের জন্যই নয়, ক্রিকেটারদের জন্য, বোর্ডের জন্য, বিভিন্ন আইপিএল দলের অধিনায়কদের জন্য ব্যাপারটা চূড়ান্ত হতাশাজনক। বিরক্তিকর।’ শাস্ত্রী যোগ করেছেন, ‘গুরুতর চোট হলে মানা যায়। কিন্তু প্রত্যেক চার ম্যাচ ছাড়া হ্যামস্ট্রিং বা কুঁচকিতে হাত দিয়ে কেউ বসে পড়ছে ভাবা যায় না। এটা দেখলে মনে হয়, আরে এরা কী করছে! কী ট্রেনিং করছে! এমনও কয়েকজন আছে যারা বছরে খুব বেশি ক্রিকেটও খেলে না। আইপিএলে চার ওভার বল করতে হয়। তিন ঘণ্টা মাঠে থাকার ব্যাপার। তারপরই তো খেলা শেষ।’

 

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পরই চেন্নাই সুপার কিংস জানিয়েছে যে, স্ক্যান করে দেখা হবে চাহার বাকি আইপিএলে মাঠে নামতে পারবেন কি না।

আরও পড়ুন: আজ কখন, কোথায় দেখবেন আইপিএলে চেন্নাই বনাম রাজস্থান দ্বৈরথ?