Udayan Guha: ‘‌বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেননি অভিষেক’‌, স্পষ্ট দাবি করলেন উদয়ন গুহ

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বিতর্কিত মন্তব্যে দল বারবার অস্বস্তিতে পড়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। তাই এমন কোনও মন্তব্য করা যাবে না যা দলের ক্ষতি করে। এমনকী বিতর্কিত মন্তব্য করা যাবে না বলেও নিষেধ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও উদয়ন গুহ দাবি করলেন, এমন কোনও নিষেধ তাঁকে করা হয়নি। যদিও সূত্রের খবর এই বৈঠক তিনি ধমক খেয়েছেন অভিষেকের কাছে।

কেন উদয়নকে ভর্ৎসনা করা হয়?‌ দিনহাটার বিধায়ক বিভিন্ন সময়ে রাজনৈতিক সভা কিংবা সাংবাদিক বৈঠক থেকে বিতর্কিত মন্তব্য করে থাকেন। ওই সব মন্তব্য দল অনুমোদন করে না। তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে নিজের প্রয়াত বাবা কমল গুহকে কাঠগড়ায় তোলেন। আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা এলাকার সাংসদ নিশীথ প্রামাণিককে ঘেরাও করার নিদান দেন। তাঁর এলাকায় বিজেপি সভা করলে বুঝতে হবে তৃণমূল ব্লক সভাপতি দুর্বল। সুতরাং তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও মন্তব্য করেন। এসবের জন্য উদয়ন গুহকে তিরস্কৃত করেন অভিষেক বৈঠকে বলে সূত্রের খবর। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকেও সতর্ক করেছেন অভিষেক।

ঠিক কী বলেছেন উদয়ন?‌ উদয়ন গুহ’‌র দাবি, ভার্চুয়াল বৈঠকে এমন কিছুই ঘটেনি। ‘বিতর্কিত মন্তব্য’ করা যাবে না, তাঁর কাছে এমন কোনও নির্দেশই আসেনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর কথায়, ‘বিতর্কিত মন্তব্য করা যাবে না, এমন কথা অভিষেক বলেননি। যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁরা গালগপ্প করছেন। বিতর্কিত কথা বলা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না— এমন কথা বলার কোনও ইস্যু আসেনি। আর তিনি এই ধরনের কথা বলেননি।’

তাহলে কি বিতর্কিত মন্তব্য করতে বলেছেন?‌ এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন উদয়ন গুহ। তবে অভিষেকের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার সভাপতি, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি এবং শাখা সংগঠনের নেতারা। তাঁদের প্রত্যেককেই বলা হয়েছে অশান্তি থেকে দূরে থাকতে। আর মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে। এই বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ অবশ্য বলেন, ‘আমি কোনও বিতর্কিত মন্তব্য করি না। আমি দলের নিষ্ঠাবান কর্মী। দল যা সিদ্ধান্ত নেয় তা অক্ষরে অক্ষরে পালন করি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে দল যা সিদ্ধান্ত নেবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করব।’