টেট পাশ করলেই হবে না, শিক্ষকদেরও বসতে হবে পরীক্ষায়, ওই রাজ্যে নয়া নীতি

অরুণ কুমার

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া নীতিতে সম্মতি দিয়েছে বিহার মন্ত্রিসভা। এদিকে তারপর থেকেই বিহারে রাজনৈতিক সুর চড়তে শুরু করেছে। সেই সঙ্গেই প্রতিবাদের সুরও শোনা যাচ্ছে। এদিকে সেই ২০০৬ সাল থেকে বিহারে একটু অন্যভাবে শিক্ষক নিয়োগ হয়ে আসছে। এখনও পর্যন্ত ৩.৫ লাখ শিক্ষক নিয়োগ হয়েছে এই পর্যন্ত। আর সেটাও হয়েছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের মাধ্যমে।

এদিকে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার মাধ্যমে নানা ধরনের ফাঁক ফোকড় থেকে যেত বলে অভিযোগ। সেই প্রক্রিয়ায় এবার সংশোধনী আনতে চাইছে বিহার সরকার। সেই সঙ্গে পিআরআইয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। এর জেরে বার বার অস্বস্তিত মুখে পড়েছে রাজ্য সরকার।

এবার বিহারে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নয়া এই আইনটা ঠিক কী?

এই নয়া নিয়মকে বলা হচ্ছে বিহার স্টেট স্কুল টিচার্স( অ্য়াপয়েন্টমেন্ট, ট্রান্সফার, ডিসিপ্লিনারি অ্যাকশন অ্য়ান্ড সার্ভিস কনডিশন) রুলস ২০২৩ । এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্টি নিয়ম থাকবে। মূলত সরকারি ও সরকার পোষিত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই নয়া নিয়ম থাকবে। এদিকে ২০০৬ সাল থেকে যারা নিয়োগ পেয়ে এসেছেন তারাও এই নয়া ক্যাডারের মধ্য়ে যুক্ত হতে পারবেন। কিন্তু তাদের আবার পরীক্ষায় বসতে হবে। এনিয়েও তারা প্রতিবাদ শুরু করে দিয়েছেন। কিন্তু এই নয়া নিয়ম নিয়েও নানা বিতর্ক দানা বাঁধছে। এদিকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পরীক্ষা হতে পারে। এনিয়ে আপত্তি তুলেছেন কর্মপ্রার্থীদের একাংশ। তাঁদের মতে, এই নয়া ব্যবস্থার মাধ্যমে নানা ধরনের অনিয়ম হতে পারে। টেট পরীক্ষা দেওয়ার পরে যারা চাকরির জন্য বসে রয়েছেন তাঁদের অনেকেও এই নয়া নীতির বিরোধিতা করছেন।

এনিয়ে একটি অডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে। তার সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেখানে অতিরিক্ত চিফ সেক্রেটারি (এডুকেশন) দীপক কুমার সিংয়ের সঙ্গে এক চাকরিপ্রার্থীর কথা হচ্ছে। ওই চাকরিপ্রার্থীর দাবি, তিনি ৪০ বছর বয়সে এসে হাজির হয়েছেন। চারবছর আগে টেট পাশ করে তিনি অপেক্ষা করছেন। তার পক্ষে আবার পরীক্ষায় বসা সম্ভব নয়। সেখানে শোনা গিয়েছে, ওই শিক্ষা কর্তা কর্মপ্রার্থীকে নানাভাবে স্বান্তনা দিচ্ছেন।

ওই শিক্ষাকর্তা জানিয়েছেন, সমস্ত ধরনের স্কুল টিচার নিয়োগটি দেখবে BPSC।টেট পরীক্ষা দেওয়ার পরেও এই পরীক্ষায় বসতে হবে।যারা চাকরি করছেন রাজ্য সরকারের অধীনে তাদেরও পরীক্ষায় বসতে হবে।