রাম নবমীর শোভাযাত্রায় হামলার প্রতিবাদে কলকাতার রাজপথে বিদ্বজ্জনদের মিছিল

রাজ্যে রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে কলকাতা শহরে মিছিল করলেন গেরুয়াপন্থী বিদ্বজ্জনেরা। বৃহস্পতিবার দুপুরে প্রবল তাপপ্রবাহের মধ্যে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলে অংশগ্রহণ করেন বহু আইনজীবী, অধ্যাপক ও অন্যান্য পেশার মানুষ। মিছিল শেষে রাজ্যপালকে স্মারকলিপি পেশ করে মিছিলে অংশগ্রহকারীদের নেতৃত্ব।

এদিনের মিছিলে অংশগ্রহণ করেন আইনজীবী, অধ্যাপক, অভিনেতা, নাট্যকর্মী ও কলাকুশলীরা অংশগ্রহণ করেন। মিছিল শুরুর আগে বিশ্ব হিন্দু পরিষদের নেতা সচীন্দ্রনাথ সিনহা বলেন, ‘রাজ্য প্রশাসন হিংসা রুখতে ব্যর্থ। রাজ্যে রাম নবমীর মিছিলে অংশগ্রহণ করায় রামভক্তদের ওপর যে অত্যাচার হয়েছে তা মেনে নেওয়া যায় না। রাজ্যে জেহাদি কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই রাজ্য প্রশাসন জেহাদিদের কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই আক্রান্তদেরই গ্রেফতার করছে তারা। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই। প্রকৃত দোষীদের গ্রেফতার করতে হবে পুলিশকে।’

মিছিল শেষে স্মারকলিপিতে সই সংগ্রহ করে নেতৃত্ব। তার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে সেই স্মারকলিপি জমা দেওয়া হয়। সিঙুর – নন্দীগ্রাম পর্ব থেকে কলকাতার পথে বাম ও তৃণমূল পন্থী বিদ্বজ্জনদের বহু মিছিল দেখেছে সাধারণ মানুষ। কিন্তু গেরুয়াপন্থী বুদ্ধিজীবীদের মিছিল এই প্রথম।