পহেলা বৈশাখে আতঙ্কের পরিস্থিতি নেই, পর্যাপ্ত নিরাপত্তা আছে: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘এখন পর্যন্ত যে গোয়েন্দা তথ্য আছে তাতে আতঙ্কিত হওয়ার কোনও পরিস্থিতি দেখছি না। তারপরেও আমরা আত্মতুষ্টিতে ভুগি না। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আশা করি মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখের সব অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপন করবে সব স্তরের মানুষ।’

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের না করার ব্যাপারে উড়ো চিঠি প্রসঙ্গে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ১১টার দিকে রংপুর পুলিশ লাইনস মাঠে আইজিপি এসব কথা বলেন। 

আইজিপি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনও দায়িত্ব পালন ও চ্যালেজ্ঞ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ বাহিনীর সব সদস্য প্রস্তুত রয়েছে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে। সে কারণে নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে তা পালন করার জন্য আমরা প্রস্তুত আছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বঙ্গবাজারে আগুনের ব্যাপারে জঙ্গি সম্পৃক্ততা বা অন্য কোনও ধরনের নাশকতার তথ্য পাইনি। তবে সব বিষয় খতিয়ে দেখছি। কোনও ধরনের তথ্য পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আমরা জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। যখন জঙ্গিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে তখনই আমরা ব্যবস্থা নিই।’

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর অফিসার্স মেস ভবনের উদ্বোধন করেন আইজিপি। এ ছাড়াও পুলিশ ট্রেনিং সেন্টারের নবনির্মিত ভবন, পুলিশ লাইন্স মাঠে মাল্টিপারপাস শেডের উদ্বোধন করেন তিনি। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মীনা, রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলম চৌধুরীসহ বিভাগীয় জেলা ও মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।